আগরতলা সরকারি মেডিকেল কলেজ
ভারতের আগরতলা সরকারি মেডিকেল কলেজ
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (ইংরেজি: Agartala Government Medical College) আগরতলা সরকারি মেডিকেল কলেজ ত্রিপুরার প্রথম মেডিক্যাল কলেজ।[১] সেই সাথে ইহা ত্রিপুরার স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞানের প্রথম কলেজ।এই কলেজটি আগরতলা এয়ারপোর্ট হইতে মাত্র ৮ কিমি দূরে অবস্থিত এবং আগরতলা রেল স্টেশন হইতে ১০ কিমি দুরে কুঞ্জবন এর কাছে অবস্থিত।[২]
নীতিবাক্য | Service Humanity Devotion |
---|---|
ধরন | মেডিক্যাল কলেজ ও হাসপাতাল |
স্থাপিত | ২০০৫ |
অধ্যক্ষ | অধ্যাপক (ডাক্তার)টি কে ভট্টাচার্য |
ঠিকানা | , , |
অধিভুক্তি | ত্রিপুরা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | agmc.nic.in |
প্রতিষ্ঠা দিবস
সম্পাদনা১লা আগস্ট ২০০৫ সালে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। প্রতি বছর এই দিন টি যথাযোগ্য সম্মানের সাথে পালন করা হয়।এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
অনুমোদন
সম্পাদনাআগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এম সি আই (মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ),স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নয়া দিল্লি,দ্বারা স্বীকৃত ও অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
বিভাগীয় বিষয়
সম্পাদনা- এনাটমি
- ফিজিওলোজি
- বাইওকেমেস্ট্রি
- প্যাথোলোজি
- র্ফামাকোলজি
- মাইক্রবাইওলোজি
- ফরেন্সিক মেডেসিন এন্ড টক্সিকোলজি
- ই এন টি
- অফথালমোলজি
- কমিউনিটি মেডিসিন
- মেডিসিন
- সার্জারী
- ও এন্ড জি
- পেডিয়াট্রিক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আগরতলা সরকারি মেডিকেল কলেজ | পশ্চিম জেলা, ত্রিপুরা সরকার | ভারত"। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩।
- ↑ "Agartala Government Medical College Tripura Government Medical College Agartala Tripura"। www.highereducationinindia.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- আগরতলা সরকারি মেডিকেল কলেজ ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে
- আগরতলা সরকারি মেডিকেল কলেজ, গুগল ম্যাপে।
- কুঞ্জবন
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |