আক্রা ডেইলি মেইল
আক্রা ডেইলি মেইল ঘানার আক্রার একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা ছিল। ব্যক্তি মালিকানাধীন কাগজটি ১৯৯৮ সালে শুরু হয়েছিল। [১] ২০০৯ সালের জানুয়ারিতে আর্থিক সমস্যার কারণে দৈনিক প্রকাশনা বন্ধ হয়ে যায়। ২০০৯ সালের এপ্রিল মাসে কাগজটি দ্য মেইল নামে পুনরায় চালু করা হয়। [২] এসময় এটি দ্বি-সাপ্তাহিকে পরিবর্তিত হয়েছিল। [২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ghana. Country reports" (পিডিএফ)। BBC। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫।
- ↑ ক খ "The Accra Daily Mail relaunches in Ghana"। Biz Community। ১৭ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫।