আকিজ গ্রুপ

শিল্প প্রতিষ্ঠান

আকিজ গ্রুপ হচ্ছে বাংলাদশের[] সুপ্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। এই পিন্ডীভূত শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেক্সটাইল, তামাক, সিরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ এবং ভোগ্য পন্য সহ আরো অনেক খাত রয়েছে। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি[][] ৩৯০ মিলিয়ন ইউরো কর প্রদান করেছে এবং সর্বোচ্চ করদাতা হয়েছে, প্রতিষ্ঠানের মোট বাজেটের দুই শতাংশ দেশের জন্য দান করেছে। আকিজ গ্রুপ স্বাস্থ্যখাত, তথ্য ও যোগাযোগ, প্রযুক্তিতেও সেবা প্রদান করে।

আকিজ গ্রুপ
ধরনপাবলিক
শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৪০; ৮৫ বছর আগে (1940)
প্রতিষ্ঠাতাশেখ আকিজ উদ্দীন
সদরদপ্তর,
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
শেখ নাসির উদ্দীন, সি.আই.পি. (চেয়ারম্যান)
কর্মীসংখ্যা
৭০০০০+
ওয়েবসাইটwww.akij.net

১৯৪০ সালে আকিজ গ্রুপ প্রতিষ্ঠা লাভ করে, শিল্পপতি শেখ আকিজ উদ্দীন এই আকিজ গ্রুপ এর প্রতিষ্ঠাতা। সিগারেট ও অন্য ব্যবসায়ের অন্যান্য শাখায় প্রবেশের পূর্বে এটি ছিল শুধুমাত্র একটি পাট শিল্প।[][] শিশু শ্রমিকদের কাজে নিয়োগ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি সমালোচনার সম্মুখীন হয়েছিল[]

কোম্পানির তালিকা

সম্পাদনা
  • আদ-দ্বীন ফাউন্ডেশন
  • আকিজ অটোমোটিভ ইন্ডাষ্ট্রিজ
  • আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড[]
  • আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড[]
  • আকিজ সিরামিক কোম্পানি লিমিটেড
  • আকিজ কম্পিউটার লিমিটেড
  • আকিজ কর্পোরেশন লিমিটেড
  • আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড[][১০]
  • আকিজ গ্যাস কোম্পানি লিমিটেড
  • আকিজ গ্যাস স্টেশন লিমিটেড
  • আকিজ হোটেল এন্ড রির্সোটস
  • আকিজ ইন্সটিটিউট অব টেকনোলজি
  • আকিজ জুট মিলস লিমিটেড
  • আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড
  • আকিজ মোটরস
  • আকিজ পার্টিক্যাল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড[১১]
  • আকিজ ফার্মাসিটিউক্যালস লিমিটেড
  • আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড
  • আকিজ রিয়েল স্টেট লিমিটেড
  • আকিজ সিকিউরিটিজ লিমিটেড
  • আজিক টেক্সটাইল লিমিটেড
  • আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড
  • আকিজ বেকার্স লিমিটেড
  • আকিজ জর্দা ফ্যাক্টরি লিমিটেড
  • এস.এ.এফ ইন্ডাস্ট্রি লিমিটেড
  • আকিজ ফাউন্ডেশন স্কুল ও কলেজ (উত্তরা,মানিকগঞ্জ এবং মোহাম্মদপুর)[১২]
  • আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ
  • আকিজ রাইস মিল ইন্ডাস্ট্রি
  • আকিজ ফ্লোর মিল ইন্ডাস্ট্রি
  • আকিজ সিরামিক লিমিটেড
  • আকিজ প্লাস্টিকস্
  • আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
  • আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সাজ্জাদুর রহমান (২০০৯-০৬-২৪)। "Akij Group to branch out into new avenues"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  2. "Akij to invest Tk 1,500cr in three plants in its economic zone"দ্য ডেইলি স্টার। ২০১৬-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  3. Sajjadur Rahman (২০১০-১২-০৯)। "Big players buy cargo ships"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  4. Sajjadur Rahman (২০১০-১২-১৯)। "Akij goes green"দ্য ডেইলি স্টার 
  5. "Akij Gr set to overtake RAK Ceramics to become country's biggest tiles maker"The Financial Express। Dhaka। ২০১১-১২-০৫। 
  6. Suliman Niloy (২০১৬-০১-৩০)। "Tobacco industry robs Bangladesh child workers of childhood"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  7. "Thousand bidi workers lose job as Akij factory closes suddenly"দ্য ডেইলি স্টার। ২০১৬-০৪-০৪। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  8. "No fly-ash in Akij cement: Official"দ্য ডেইলি স্টার। ২০১৩-১০-১০। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  9. "Akij celebrates Independence Day"দ্য ডেইলি স্টার। ২০১২-০৫-২৩। 
  10. Gazi Towhid Ahmed (২০১৩-১০-০৪)। "Akij Food brings in German technology to produce juice"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  11. "Akij secures $43m from HSBC to expand particle board business"দ্য ডেইলি স্টার। ২০১৫-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯ 
  12. "AFSC"Akij Foundation School & College। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১