আকাশবাণী মৈত্রী
আকাশবাণী মৈত্রী বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’।[১] এজন্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়াতে এক হাজার মেগাওয়াট সম্পন্ন ট্রান্সমিটার বসানো হয় ফলে এটির সম্প্রচার পশ্চিমবাংলা ছাড়াও বাংলাদেশ থেকে শোনা যায়।
সম্প্রচার এলাকা | পশ্চিমবঙ্গ বাংলাদেশ |
---|---|
স্লোগান | দুই বাংলার মনের কথা |
ফ্রিকোয়েন্সি | ৫৯৪ kHz / ৫০৫ মিটার |
ভাষা | বাংলা |
ওয়েবকাস্ট | ওয়েব স্ট্রীমিং |
ইতিহাস
সম্পাদনা২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে একটি রেডিও চ্যানেল প্রতিষ্ঠার বিষয় আলোচনা হয়। পরবর্তীতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই রেডিও স্টেশন চালুর সিদ্ধান্ত নেয়। ২৩ আগস্ট ২০১৬ সালের ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই চ্যানেলের উদ্বোধন করেন।[২][৩]
অনুষ্ঠানমালা
সম্পাদনাএই স্টেশন প্রতিদিন দুইভাগে ১৬ ঘণ্টা করে বাংলা অনুষ্ঠানমালা প্রচারিত করে।
- প্রচারের সময়
- পশ্চিমবাংলার সময়
- ০৬:০০ – ১৪:৩০
- ১৫:৩০ – ২৩:০০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চালু হলো আকাশবাণী মৈত্রী"। দৈনিক ইত্তেফাক। ২৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬।
- ↑ "বাংলাদেশে পশ্চিমবঙ্গের 'আকাশবাণী মৈত্রী'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬।
- ↑ "আকাশবাণী মৈত্রীর যাত্রা শুরু কলকাতায়, আরও কাছাকাছি কলকাতা-ঢাকা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬।