আকান ভাষাসমূহ
নাইজার-কঙ্গো ভাষা পরিবার (বা বৈকল্পিক তত্ত্ব অনুযায়ী কোয়া ভাষাসমূহের) অন্তর্গত ভাষাসমূহ
আকান ভাষাসমূহ ঘানা ও কোত দিভোয়ারে প্রচলিত আকান জাতি কর্তৃক কথ্য নাইজার-কঙ্গো ভাষা পরিবারের (বা সম্ভবত তাত্ত্বিক কোয়া ভাষা পরিবারের[২])) সদস্য ভাষা। এগুলি হল:
- আকান ভাষা (আকান জাতি)
- বিয়া
- উত্তর বিয়া
- আনয়িন ভাষা
- বাউলে ভাষা
- চাকোসি ভাষা (আনুফো)
- সেউই ভাষা (সেউই)
- দক্ষিণ বিয়া
- উত্তর বিয়া
মধ্য টানো | |
---|---|
আকান | |
ভৌগোলিক বিস্তার | ঘানা, কোত দিভোয়ার |
ভাষাগত শ্রেণীবিভাগ | নাইজের-কঙ্গো
|
উপবিভাগ |
|
গ্লটোলগ | cent2262[১] |
এদের সবগুলির রোমান হরফে লেখা রচনা আছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Central Tano"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ Ameka, Felix K.; Dakubu, Mary Esther Kropp (২০০৮)। Aspect and Modality in Kwa Languages। John Benjamins Publishing। আইএসবিএন 90-272-0567-1।, p. 4