আকরাম তুফানি
আকরাম তুফানি (১৯৩০ – ২৬ ডিসেম্বর ২০২১; (উর্দু: مولانا محمد اکرم طوفانی) একজন পাকিস্তানি ইসলামি পন্ডিত এবং আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়তের কেন্দ্রীয় নেতাদের একজন।[১] তিনি জামিয়া আশরাফিয়ার প্রাক্তন ছাত্র ছিলেন এবং সারগোদার স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। তিনি সারগোদায় খাতেমুন নাবিয়্যিন মেডিকেল কমপ্লেক্স অ্যান্ড হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তুফানি মারা যান।
আকরাম তুফানি | |
---|---|
مولانا محمد اکرم طوفانی | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯৩০ |
মৃত্যু | ২৬ ডিসেম্বর ২০২১ | (বয়স ৯০–৯১)
মৃত্যুর কারণ | হৃদরোগ |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | পাকিস্তান |
আখ্যা | সুন্নি |
আন্দোলন | আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়ত |
যেখানের শিক্ষার্থী | জামিয়া আশরাফিয়া |
পেশা | ইসলামি পন্ডিত |
এর প্রতিষ্ঠাতা | সারগোদার খাতেমুন নাবিয়্যিন মেডিকেল কমপ্লেক্স অ্যান্ড হার্ট সেন্টার |
মুসলিম নেতা | |
শিক্ষক | আহমদ আলি লাহোরি আতাউল্লাহ শাহ বুখারী শামসুল হক আফগানি মাওলানা রসুল খান গোলাম গাউস হাজারভি মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ বাহলভী খাজা খান মুহাম্মদ |
পেশা | ইসলামি পন্ডিত |
শিক্ষা এবং কর্মজীবন
সম্পাদনাতিনি জামিয়া আশরাফিয়া থেকে দারসে নিজামিতে স্নাতক পাশ করেন এবং ১৯৬৪ সালে হাদিস শিক্ষা শেষ করেন। স্নাতক শেষ হওয়ার পর তিনি সারগোদায় চলে যান এবং স্থানীয় একটি মসজিদে প্রচার শুরু করেন।
তিনি আহমদ আলি লাহোরি, আতাউল্লাহ শাহ বুখারী, শামসুল হক আফগানি, মাওলানা রসুল খান, গোলাম গাউস হাজারভি, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ বাহলভী এবং খাজা খান মুহাম্মদসহ বিশিষ্ট আলেমদের কাছ থেকে উপকৃত হয়েছেন।[২]
দাওয়াত এবং ধর্মীয় প্রচারের স্বার্থে তিনি বহু দেশ ভ্রমণ করেন। এছাড়াও তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। ১৯৫৮ সালে মুলতানে তিনি আতাউল্লাহ শাহ বুখারীর খেদমত করে নিজেকে ধন্য মনে করেন। এছাড়াও তিনি হুসাইন আহমদ মাদানির সাথেও চিঠিপত্র আদান-প্রদান করতেন।[১]
খাতেমুন নাবিয়্যিন মেডিকেল কমপ্লেক্স অ্যান্ড হার্ট সেন্টার
সম্পাদনাতিনি সারগোদায় খাতেমুন নাবিয়্যিন মেডিকেল কমপ্লেক্স অ্যান্ড হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেন, যা পাকিস্তানের অন্যতম সেরা হাসপাতাল। হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা যেমন এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, ইকোগ্রাফি, ভেন্টিলেটর, ইসিজি, অ্যাম্বুলেন্স এবং সমস্ত বাহ্যিক সুবিধা রয়েছে। এছাড়াও হাসপাতালটিতে চিকিৎসা খরচ অর্ধেক।[৩][২]
মৃত্যু
সম্পাদনাতিনি ২০২১ সালের ২৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফজলুর রহমানসহ অন্যরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।[৪][৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "روزنامہ دنیا :- پاکستان:-عالمی مجلس ختم نبوت کے مولانا محمد اکرم طوفانی انتقال کر گئے"। Roznama Dunya: روزنامہ دنیا :- (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৭।
- ↑ ক খ "مجاہد ختم نبوت مولانا محمد اکرم طوفانی رحمہ اللہ از مولانا محمد الیاس گھمن - Todays Columns - Daily Urdu Columns"। todayscolumn.com। ২০২২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৭।
- ↑ "ختم نبوت کے رہنما مولانا اکرم طوفانی سپرد خاک"। روزنامہ جرأت (উর্দু ভাষায়)। ২০২১-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৭।
- ↑ "مولانا محمد اکرم طوفانی کی وفات پرمولانا فضل الرحمن کا اظہار افسوس"। UrduPoint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৭।
- ↑ "مولانا اکرم طوفانی کا سانحہ ارتحال انتہائی دکھ کا باعث ہے : سید زرغن شاہ"। Nawaiwaqt (উর্দু ভাষায়)। ২০২১-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৭।