আককাছ আলী সরকার
অধ্যাপক আলহাজ্ব ডা.মোহাম্মদ আক্কাছ আলী সরকার হলেন একজন বাংলাদেশী চিকিৎসক, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনের শুরুলগ্নে তিনি জাতীয় পার্টির (এরশাদ) রাজনীতির সাথে জড়িত। তিনি কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ১০ম জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি রংপুরের প্রাইম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।[১]
অধ্যাপক আলহাজ্ব ডা. মোহাম্মদ আক্কাছ আলী সরকার | |
---|---|
কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ আগস্ট ২০১৮ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | এ কে এম মাইদুল ইসলাম |
উত্তরসূরী | এম. এ. মতিন |
প্রাথমিক জীবন
সম্পাদনাআককাস আলী সরকার কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়ন এ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: আব্দুস সামাদ সরকার ও মাতার নাম আনোয়ারা বেগম। তিনি চিকিৎসা বিজ্ঞানে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
সম্পাদনাতিনি চিকিৎসা পেশা ও ব্যবসায় পেশায় নিয়োজিত। তিনি ২০০৮ সালে সনিকপ্রাইম গ্রুপ প্রতিষ্ঠিত করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি গ্রুপের পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি প্রাইম স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টার ও নুমা ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনাআককাছ আলী ২০১৮ সালের ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি লাঙ্গল প্রতীকে ৮২ হাজার ৫৯৮ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিনকে পরাজিত করেন।[৩] তিনি ৩ আগস্ট ২০১৮ সালে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন।[৪] তিনি সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[৫] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমে দলীয় প্রধান এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়ান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Executive Director – Prime Medical College, Rangpur, Bangladesh." (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫।
- ↑ "হলফনামা" (পিডিএফ)। 119.40.90.133। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে লাঙ্গল জয়ী"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫।
- ↑ "কুড়িগ্রাম-৩ আসন : শপথ নিলেন সাংসদ ডা. আককাছ আলী"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫।