আও নাগা
আও ভারত-এর নাগাল্যান্ড রাজ্যের একটা প্রধান নাগা উপজাতি৷ এরা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হওয়া প্রথম নাগা উপজতি৷ খ্রিস্টধর্ম-এর সঙ্গে পশ্চিমী শিক্ষাব্যবস্থাকে আওরা সর্বপ্রথম গ্রহণ করে নেয়৷ ১৮৭২ সালে আমেরিকান ব্যাপ্টিস্ট মিশনারি এডউইন ক্লার্ক (Edwin W. Clark), মলুংকিমং (Molungkimong) নামের একটি আও গ্রামে ভরে দেওয়ার পর থেকে খ্রিস্টধর্ম নাগাল্যান্ড-এ প্রবেশ করে৷ আওদের প্রধান ভূমি হল পূর্বে চুলা উপত্যকা (Tsula [Dikhu]) থেকে পশ্চিমে মোককচাং জেলা পর্যন্ত৷ আও নাগারা বছরজুড়ে কৃষির সঙ্গে জড়িত নানা উৎসব পালন করে৷
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
---|---|
ভারত | |
নাগাল্যান্ড | ২,২৬,৬২৫ জন[১] |
ভাষা | |
আও ভাষা, ইংরাজী ভাষা | |
ধর্ম | |
খ্রিস্ট ধর্ম | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
আন নাগা উপজাতি |
বিস্তার
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুসারে নাগাল্যান্ড-এ আওদের মোট জনসংখ্যা ২২৭,০০০৷ নাগাল্যান্ডের মোককচাং জেলা এই উপজাতির লোকের মূল বাসস্থান৷ এই জেলার মোট ক্ষেত্রফল ১৬১৫ বর্গ কিলোমিটার৷ কিছুসংখ্যক আও নাগা লোক চুবুরীয়া আসামেও বাস করে৷ মোককচাং জেলার মোট ছটা পর্বতশ্রেণীতে আও নাগারা বাস করে৷
- জুরাংকোং রেঞ্জ:এই পর্বত শ্রেণীটি আসাম উপত্যকার কাষরীয়া এবং দিসাই (Dissai) এবং ঝাঞ্জি (Jhanzi) নদীর উপত্যকার সমান্তরালভাবে অবস্থিত৷ পাহাড়গুলি ঘন বাঁশে পরিপূর্ণ৷
- জাপুকোং রেঞ্জ: এই পর্বতশ্রেণী জেলাটির উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চল পর্যন্ত আছে৷ এই পর্বতশ্রেণী জুরাংকোং রেঞ্জের দক্ষিণে অবস্থিত৷
- চাংকিকোং রেঞ্জ: এই পর্বতশ্রেণী জাপুকোং রেঞ্জের পূর্বদিকে অবস্থিত৷
- আসেটকোং রেঞ্জ: এই পর্বতশ্রেণী অন্যতম স্বল্প দৈর্ঘ্যের যদিও জেলাটির পূর্বের থেকে পশ্চিম পর্যন্ত বিস্তার হয়ে থাকা প্রধান পর্বতশ্রেণী৷ এই পর্বতসমূহ মেলাক (Melak) এবং মেনুং (Menung) নদী দুটির মধ্যে অবস্থিত৷ একে নদীদ্বীপের মত দেখা যায় এবং সেটির নাম আসেটকোং যেখানে আসেট-র অর্থ হল দ্বীপ৷
- কাংপাংকোং রেঞ্জ: এই পর্বতশ্রেণী জেলাটির আটাইতভাবে উত্তরে এবং দিখু (Dikhu) নদীর সমান্তরালভাবে অবস্থিত৷ এই নদীটিে মোককচাং জেলার টুবেনচাং এবং মন জেলার সাথে প্রাকৃতিক সীমা নির্ধারণ করে দিছে৷
- য়ংপাংকোং রেঞ্জ: এই পর্বতশ্রেণী জেলাটির আটাইতভাবে দক্ষিণত অবস্থিত৷ পর্বতসমূহে আও দের বাসস্থানের থেকে অন্যান্য উপজাতি যেমন দক্ষিণর লোথা এবং ছেমাসকল এবং পূর্বে চাংটামদের বাসস্থানের সীমা নির্ধারণ করেছে৷ য়ংপাংকোং নামটির অর্থ উচ্চতর যা এই পর্বত অন্য পর্বতশ্রেণীতভাবে উচ্চতর হওয়াটি বোঝায়৷
ধর্ম
সম্পাদনা১৮৭২ সালে আমেরিকান খ্রিস্টান মিশনারিদের আগমনে আওদের খ্রিস্টধর্মে ধর্মান্তকরণ আরম্ভ করে৷ আওরা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হওয়া নাগাল্যান্ডের প্রথম উপজাতি৷ বর্তমান আওদের প্রায় সব লোকই খ্রিস্ট ধর্মাবলম্বী৷
তথ্যসূত্র
সম্পাদনা- Mills, J. P. (1926). The Ao Nagas. London: Macmillan and Co.
- Smith, William C. (2002). The Ao-Naga tribe of Assam. New Delhi: Mittal.
- Oppitz, Michael, Thomas Kaiser, Alban von Stockhausen & Marion Wettstein. 2008. Naga Identities: Changing Local Cultures in the Northeast of India. Gent: Snoeck Publishers.
- Kunz, Richard & Vibha Joshi. 2008. Naga – A Forgotten Mountain Region Rediscovered. Basel: Merian.
- von Stockhausen, Alban. 2014. Imag(in)ing the Nagas: The Pictorial Ethnography of Hans-Eberhard Kauffmann and Christoph von Fürer-Haimendorf. Arnoldsche, Stuttgart
- Wettstein, Marion. 2014. Naga Textiles: Design, Technique, Meaning and Effect of a Local Craft Tradition in Northeast India. Arnoldsche, Stuttgart
- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix"। censusindia.gov.in। Government of India। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭।