আওকোয়াফিনা নামে সুপরিচিত নোরা লুম (জন্ম: ২ জুন ১৯৮৮)[] একজন মার্কিন অভিনেত্রী, র‍্যাপার ও কৌতুকাভিনেত্রী। ২০১২ সালে তার র‍্যাপ গান "মাই ভ্যাগ" ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করলে তিনি খ্যাতি অর্জন করেন। এরপর তার প্রথম অ্যালবাম ইয়েলো র‍্যাঞ্জার (২০১৪) প্রকাশিত হয় এবং তিনি এমটিভির হাস্যরসাত্মক ধারাবাহিক গার্ল কোড (২০১৪-২০১৫)-এ অভিনয় করেন। তিনি নেইবার্স ২: সরোরিটি রাইজিং (২০১৬), ওশান্‌স এইট (২০১৮), ক্রেজি রিচ এশিয়ান্স (২০১৮), ও জুমানজি: দ্য নেক্সট লেভেল (২০১৯)-এ পার্শ্ব ও কৌতুক চরিত্রে অভিনয় করেন। দ্য ফেয়ারওয়েল (২০১৯) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

আওকোয়াফিনা
২০১৮ সালে আওকোয়াফিনা
জন্ম
নোরা লুম

(1988-06-02) ২ জুন ১৯৮৮ (বয়স ৩৬)
শিক্ষাইউনিভার্সিটি অ্যাট অ্যালবানি (বিএ)
পেশাঅভিনেত্রী, র‍্যাপার, কৌতুকাভিনেত্রী
কর্মজীবন২০০৫-বর্তমান
পুরস্কারপূর্ণ তালিকা
সঙ্গীত কর্মজীবন
উদ্ভবকুইন্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন
বাদ্যযন্ত্রকণ্ঠ
ওয়েবসাইটwww.awkwafina.com
আওকোয়াফিনা
চীনা 林家珍

২০২০ সাল থেকে আওকোয়াফিনা কমেডি সেন্ট্রালের আওকোয়াফিনা ইজ নোরা ফ্রম কুইন্স ধারাবাহিকের সহ-নির্মাতা, লেখিকা ও নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এতে নিজের কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন। ২০২১ সালে তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস-এ ক্যাটি চরিত্রে অভিনয় করেন।[] তিনি কম্পিউটার অ্যানিমেটেড দি অ্যাংরি বার্ডস মুভি ২ (২০১৯), ডিজনির রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন (২০২১), ও দ্য ব্যাড গাইজ (২০২২)-এ কণ্ঠ দেব এবং ডিজনির ১৯৮৯ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রের লাইভ-অ্যাকশন পুনর্নির্মাণ দ্য লিটল মারমেইড (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "金球奖首个亚裔影后!奥卡菲娜获喜剧电影最佳女主"网易 (চীনা ভাষায়)। ২০২০-০১-০৬। মে ২৫, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৫ 
  2. "Awkwafina on her Shang-Chi role"Radiotimes। আগস্ট ২১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২১, ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা