আই লাভ ইউ (২০১২-এর চলচ্চিত্র)
মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ২০১২-এর চলচ্চিত্র
আই লাভ ইউ হল একটি রোমান্টিক ঢালিউড বাংলা চলচ্চিত্র। ছবিটি পরিচালনা এবং নির্দেশনা দিয়েছেন মুশফিকুর রহমান গুলজার। চলচ্চিত্রটিতে অভিনীত তারকারা হলেন, শাকিব খান, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, রেসী, ওমর সানী এবং আরও অনেকে।[১] এটি হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এসআই টুটুল এবং ইমন শাহ সুরারোপিত একটি সফল সাউন্ডট্র্যাক উপস্থাপনা। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।
আই লাভ ইউ | |
---|---|
পরিচালক | মুশফিকুর রহমান গুলজার |
প্রযোজক | গয়াস মিয়া রাজ মুশফিকুর রহমান গুলজার |
চিত্রনাট্যকার | মুশফিকুর রহমান গুলজার |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান পূর্ণিমা নীরব ইলিয়াস কাঞ্চন রেসী |
সুরকার | হাবিব ওয়াহিদ হৃদয় খান এসআই টুটুল ইমন সাহা |
পরিবেশক | মুমি ফিল্ম ইয়ার্ডস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনাপ্রযোজনা
সম্পাদনাএটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র।[৩]
সাউন্ডট্র্যাক
সম্পাদনাআই লাভ ইউ | |
---|---|
হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এস আই টুটুল ও ইমন সাহা কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম টু আই লাভ ইউ | |
মুক্তির তারিখ | ২০১১ |
ঘরানা | ফিল্ম সাউন্ডট্র্যাক |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | ফাহিম মিউজিক |
প্রযোজক | মুশফিকুর রহমান গুলজার ও রাজ |
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় চার সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এস আই টুটুল এবং ইমন সাহা।[৪] গানগুলো লিখেছে, শফিক তুহিন, কবির বকুল এবং মুশফিকুর রহমান গুলজার।[৫]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "প্রেমে পড়েছি" | হাবিব ওয়াহিদ | ৫:২৬ |
২. | "তুমি মানুষ নাকি পরি" | হৃদয় খান | ৪:৩৫ |
৩. | "কাছে এলে" | হৃদয় খান এবং এলিটা | ৪:৩৭ |
৪. | "তুমি দুরে কেন" | সামিনা এবং এস আই টুটুল | ৫:২৭ |
৫. | "তুমি আছ সারা বেলা" | এস আই টুটুল এবং ন্যান্সি | ৫:২১ |
৬. | "আকাশ আজ রোদের" | হৃদয় খান এবং এলিটা | ৪:৩৫ |
৭. | "ছেলেটা ভালবেসেছে" | এস আই টুটুল এবং সোনিয়া | ৪:৪৩ |
৮. | "একি লজ্জা" | বাপ্পা মজুমদার এবং কনা | ৪:২৪ |
৯. | "আই লাভ ইউ ছবির থিম গান" | মিশ্রিত | ৫:১৮ |
পুরস্কার
সম্পাদনা- ৭তম সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড (২০১১)
বক্স অফিস
সম্পাদনা"সুপার হিট" বক্স অফিসের ব্যবসার দিক থেকে। বি এইচ এফ প্রকাশিত এর ব্যবসা ওই বছরের অন্যান্য ছবির চেয়ে বেশি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আই লাভ ইউ'র নির্মাণ সম্পন্ন
- ↑ "অনেকদিন পর নতুন ছবিতে শাকিব-পূর্ণিমা"। banglanews24.com। ২৭ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১৪।
- ↑ "ভ্যালেন্টাইন ডে তে'আই লাভ ইউ' | Unitednews24.com"। www.unitednews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১৪।
- ↑ আই লাভ ইউ'র অডিও অ্যালবামের প্রকাশনা
- ↑ আই লাভ ইউ ছবির অডিও[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Shakil, Mirza; Tangail (২০১১-১১-২৭)। "Seventh Citycell-Channel i Music Awards"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।
- ↑ "যমুনাপাড়ে হলো সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান"। banglanews24.com। ২০১১-১১-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।
- ↑ "যমুনার তীরে এবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস"। banglanews24.com। ২০১১-১১-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।