ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ বা আইসিএফ কোচ বলতে ভারতীয় রেলের বেশিরভাগ রেলপথে ব্যবহৃত যাত্রীবাহী কামরাকে বোঝায়।[] ১৯৫৫ থেকে ২০১৮ সালের মধ্যে ৫৪,০০০টির বেশি আইসিএফ কোচ তৈরি করা হয়েছিল এবং এর মধ্যে কিছু কামরা অন্য দেশে রপ্তানি করা হয়েছিল।[] ২০৩০ সালের মধ্যে এই ধরনের কামরাগুলোকে প্রত্যাহার করা হবে।[]

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) কোচ
হলুদ ("উৎকৃষ্ট") ও নীল লিভারিতে আইসিএফ কোচ
নকশাকারসুইস ওয়াগন ও লিফট প্রস্তুতকারী সংস্থা
নির্মিত
নির্মাণ সম্পূর্ণ হয়১৯৫৫–২০১৮
বাতিলআনু.২০০০–২০০৯ (ফিলিপাইন জাতীয় রেল)
নির্মিত রেলগাড়ির সংখ্যা৫৪,০০০টির বেশি, যার মধ্যে ৬০১টি রপ্তানি
বাতিলকৃত সংখ্যা
  • ২০৩০ পর্যন্ত প্রায় ৫০,০০০ (ভারতীয় রেল)
  • ৬০ (ফিলিপাইন জাতীয় রেল)
উত্তরসূরি
পরিচালনাকারী
সবিস্তার বিবরণী
রেল নির্মাণশৈলীমরিচাবিহীন ইস্পাতওয়েদারিং স্টিল
কামরার দৈর্ঘ্য২২,২৯৭ মিলিমিটার (২২.২৯৭ মি) (বাফারসহ)
প্রস্থ৩,২৪৫ মিলিমিটার (৩.২৪৫ মি)
উচ্চতা৪,০২৫ মিলিমিটার (৪.০২৫ মি)
তলার উচ্চতা১,৩১৩ মিলিমিটার (১.৩১৩ মি)
হুইলবেস১৪,৭৮৩ মিলিমিটার (১৪.৭৮৩ মি)
সর্বোচ্চ গতি১৩০ কিমি/ঘ (৮১ মা/ঘ)
বগিসংখ্যাআইসিএফ বগি
ন্যূনতম বাঁক ব্যাসার্ধ152.4 m
কাপলিং ব্যবস্থাবাফার্স অ্যান্ড চেইন কাপলার, এএআর এইচ টাইপ টাইটলক সিবিসি কাপলিং
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)

লিভারি

সম্পাদনা

সাধারণ

সম্পাদনা

১৯৫৫ সালে ইট লাল লিভারিতে এইধরনের কামরা চালু হয়েছিল। ১৯৯০-এর দশকে এর রং নীল করা হয়েছিল এবং ২০০৮ সালে এর রং বেজ ও লাল রাখা হয়েছিল।[]

 
ইট লাল লিভারি (১৯৫৫–১৯৯০-এর দশক)
 
নীল লিভারি (১৯৯০-এর দশক–বর্তমান)
 
উৎকৃষ্ট (বেজ ও লাল) লিভারি (২০০৮–বর্তমান)

রাজধানী, শতাব্দী, দুরন্তগরিব রথ এক্সপ্রেস ট্রেনগুলো আইসিএফ কোচ নিয়ে শুরু হয়েছিল। এর মধ্যে গরিব রথ এক্সপ্রেস এখনও আইসিএফ কোচ ব্যবহার করলেও অন্যান্য এক্সপ্রেস ট্রেন এলএইচবি কোচ ব্যবহার করছে।

 
রাজধানী লিভারি (১৯৬৯–২০১৬)
 
শতাব্দী লিভারি (১৯৮৮–২০১৯)
 
গরিব রথ লিভারি (২০০৬–বর্তমান)
 
দুরন্ত লিভারি (২০০৯–২০২০)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "DNA Exclusive: Is It Time for Indian Railways to Tear Up Ageing Tracks and Old Machinery?"ZeeNews.India.comজি মিডিয়া কর্পোরেশন। ১৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩ 
  2. "About I.C.F."। Integral Coach Factory। ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৪ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Mishra নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "The dying sight of uniform liveries on Indian trains"। A Little Voice। ১২ এপ্রিল ২০২২। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪