আইলহাঁস ইউনিয়ন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন

আইলহাঁস ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। [] মোট আয়তন ৬,১৭৯ একর। জনসংখ্যা নারী এবং পুরুষের সংখ্যা ১৫,৭৬৬। [] মোট গ্রামের সংখ্যা ১৭টি। শিক্ষা প্রতিষ্ঠান ১৩টি।

আইলহাঁস
ইউনিয়ন
১৫ নং আইলহাঁস ইউনিয়ন পরিষদ
আইলহাঁস ইউনিয়ন পরিষদের সামনের অংশ
আইলহাঁস ইউনিয়ন পরিষদের সামনের অংশ
আইলহাঁস খুলনা বিভাগ-এ অবস্থিত
আইলহাঁস
আইলহাঁস
আইলহাঁস বাংলাদেশ-এ অবস্থিত
আইলহাঁস
আইলহাঁস
বাংলাদেশে আইলহাঁস ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪০′৩১.১″ উত্তর ৮৮°৫৬′২৭.৬″ পূর্ব / ২৩.৬৭৫৩০৬° উত্তর ৮৮.৯৪১০০০° পূর্ব / 23.675306; 88.941000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাচুয়াডাঙ্গা জেলা
উপজেলাআলমডাঙ্গা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাসেপ্টেম্বর ২০১৩
সরকার
 • চেয়ারম্যানমোঃ মিনহাজ উদ্দীন
আয়তন
 • মোট২৫.০০৫৫ বর্গকিমি (৯.৬৫৪৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৫,৭৬৬
 • জনঘনত্ব৬৩০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৯৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭২০১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মোট আয়তন ৬,১৭৯ একর।

অবস্থান

সম্পাদনা

চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ১২ কি.মি পূর্ব দিকে এবং আলমডাঙ্গা উপজেলা শহর থেকে ১০ কি.মি দক্ষিণে আইলহাঁস ইউনিয়নটি অবস্থিত। এছাড়া এই ইউনিয়নের সকল গ্রামের প্রধান প্রধান রাস্তা পিচঢালা পাকা রাস্তা। গ্রামের অভ্যন্তরে প্রায় সকল গ্রামীণ রাস্তা-ই সরকারি অর্থায়নে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সোলিং ও হেরিংকরণ সম্পন্ন। যেটুকু অল্প বাকি আছে, সেগুলোও খুব দ্রুত হেরিং/সোলিংকরণ হয়ে যাবে বলে জনসাধারণ মনে করে। যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় মফস্বলের অত্র আইলহাঁস ইউনিয়নটি দেশের অন্যতম মডেল ইউনিয়ন হিসেবে বিবেচনা করা যায়।

গ্রামসূমহ

সম্পাদনা
  • ঘোলদাড়ী
  • কুঠিপাইক পাড়া
  • পাইকপাড়া
  • টাকপাড়া
  • ছয়ঘরিয়া
  • ঘোলদাড়ী বাজারপাড়া
  • হোসেনপুর
  • মধুপুর
  • বলেশ্বরপুর
  • সোনাতন
  • হাড়োকান্দী
  • বুড়াপাড়া
  • মোকামতলা
  • খাসবাগুন্দা
  • পোলবাগুন্দা
  • আইলহাঁস
  • শিশিরদাড়ী

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

জনসংখ্যা নারী এবং পুরুষের সংখ্যা ১৫,৭৬৬ (পনেরো হাজার সাতশত ষেষ্ট্টি) জন।

শিক্ষা

সম্পাদনা

এখানে ০৮ টি প্রাথমিক বিদ্যালয়, ০৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ০৪টি মাদ্রাসা রয়েছে।

দর্শনীয় স্থান

সম্পাদনা

ঘোলদাড়ী শাহী মসজিদটি তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া (কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মেহেরপুর) জেলার প্রথম স্থাপিত জামে মসজিদ হিসেবে পরিচিত।। এই মসজিদটি ঘোলদাড়ী বাজার থেকে প্রায় ১ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখান থেকেই এই জেলায় গুলোর প্রথম ইসলাম প্রচার শুরু হয়। বর্তমানে এটি দর্শনীয় স্থান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ailhash Union"Bangladesh National Portal [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ফয়সাল কিবরিয়া (২০১২)। "আলমডাঙ্গা উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743