আইয়োতে অগ্ন্যুৎপাত

বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োতে অগ্ন্যুৎপাত সুস্পষ্ট হয়েছে এই উপগ্রহটির পৃষ্ঠভাগে আগ্নেয়গিরি, আগ্নেয় গহ্বর ও লাভার প্রবাহ থেকে। ১৯৭৯ সালে ভয়েজার ১ চিত্রগ্রহণ বিজ্ঞানী লিন্ডা মোরাবিটো এই উপগ্রহে আগ্নেয়গিরির সক্রিয়তা আবিষ্কার করেন।[] আইয়ো অতিক্রমকারী মহাকাশযান (ভয়েজার, গ্যালিলিও, ক্যাসিনিনিউ হোরাইজনস) ও পৃথিবী-ভিত্তিক জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেড়শোরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি ধরা পড়েছে। এই সকল পর্যবেক্ষণের ভিত্তিতে বিজ্ঞানীরা অনুমান করেন যে, আইয়োতে এই ধরনের ৪০০টি পর্যন্ত আগ্নেয়গিরির অস্তিত্ব আছে।[] সৌরজগতের যে চারটি মাত্র জ্ঞাত বস্তুতে আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়, আইয়ো তার অন্যতম (অন্য তিনটি হল পৃথিবী, শনির প্রাকৃতিক উপগ্রহ এনসেলাডাসনেপচুনের প্রাকৃতিক উপগ্রহ ট্রাইটন)।

বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর পৃষ্ঠভাগে দু’টি উদ্গীরণ স্তম্ভ।

ভয়েজার ১ ফ্লাইবাইয়ের অব্যবহিত পূর্বে ভবিষ্যদ্বাণী করে বলা হয়েছিল যে, উপগ্রহটির অস্বাভাবিক কক্ষীয় উৎকেন্দ্রিকতার ফলে সৃষ্ট জোয়ার-সংক্রান্ত তাপায়নই আইয়োর অগ্ন্যুৎপাতের তাপের উৎস।[] এই ঘটনা পৃথিবীর অভ্যন্তরীণ তাপায়নের মতো নয়। পৃথিবীর ক্ষেত্রে তাপের উৎসটি প্রধানত তেজষ্ক্রিয় আইসোটোপ ক্ষয়উপচয়ের আদিম তাপ[] কক্ষীয় উৎকেন্দ্রিকতার জন্য কক্ষপথে বৃহস্পতির নিকটতম ও বৃহস্পতি থেকে দূরতম অবস্থানে আইয়োর উপর বৃহস্পতির অভিকর্ষীয় টানের সামান্য তারতম্য ঘটে, যার ফলে জোয়ার-সংক্রান্ত স্ফীতিতেও পার্থক্য দেখা যায়। আইয়োর আকৃতিতে এই পার্থক্য উপগ্রহটির অভ্যন্তরভাগে উদ্ঘর্ষণ-জনিত তাপ সৃষ্টি করে। এই ধরনের জোয়ার-সংক্রান্ত তাপায়নের ঘটনা না ঘটলে আইয়ো সম্ভবত চাঁদের মতো একই আকার ও ভরের, ভূতাত্ত্বিকভাবে মৃত এবং অসংখ্য অভিঘাত খাদে পরিপূর্ণ একটি উপগ্রহে পরিণত হত।[]

আইয়োতে অগ্ন্যুৎপাতের ফলে শত শত আগ্নেয় কেন্দ্র ও বিস্তৃত লাভার বিন্যাস গড়ে উঠেছে, যার ফলে এই উপগ্রহটি হয়ে উঠেছে সৌরজগতে আগ্নেয় কার্যকলাপের দিক থেকে সর্বাপেক্ষা সক্রিয় বস্তু। এই উপগ্রহে অগ্ন্যুৎপাতের তিনটি পৃথক ধরন চিহ্নিত করা গিয়েছে। এই পার্থক্যগুলি উদ্গীরণের স্থিতিকাল, তীব্রতা, লাভা নিঃসরণের হার এবং উদ্গীরণ একটি আগ্নেয় গহ্বরের (প্যাটারা নামে পরিচিত) হচ্ছে কিনা তার উপর নির্ভরশীল। আইয়োতে বহু শত বা বহু সহস্র কিলোমিটার দীর্ঘ লাভার প্রবাহগুলি প্রধানত ব্যাসাল্টীয় উপাদানে গঠিত। পৃথিবীতে হাওয়াইয়ের কিলাওয়েয়া প্রভৃতি ঢালাকৃতি আগ্নেয়গিরিতে এই ধরনের লাভা দেখা যায়।[] আইয়োর অধিকাংশ লাভা ব্যাসাল্টের দ্বারা গঠিত হলেও অল্প কয়েকটি লাভা প্রবাহের উপাদান হিসেবে সালফার ও সালফার ডাইঅক্সাইডের অস্তিত্বের কথা জানা যায়। সেই সঙ্গে উদ্গীরণকালীন তাপমাত্রা সর্বাধিক ১,৬০০ kelvin (১,৩০০ ডিগ্রি সেলসিয়াস; ২,৪০০ ডিগ্রি ফারেনহাইট) শনাক্ত করা হয়েছে, উচ্চ তাপমাত্রা-যুক্ত অতি-ম্যাফীয় সিলিকেট লাভার উদ্গীরণই যার ব্যাখ্যা হতে পারে।[]

আইয়োর ভূত্বকে ও তার পৃষ্ঠভাগে প্রচুর পরিমাণে গন্ধকীয় উপাদানের উপস্থিতির জন্য কোনও কোনও উদ্গীরণে সালফার, সালফার ডাইঅক্সাইড গ্যাস ও পাইরোক্লাস্টিক উপাদানকে মহাশূন্যে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) পর্যন্ত উৎক্ষিপ্ত হয়ে বৃহৎ ছত্রাকৃতি আগ্নেয় স্তম্ভ সৃষ্টি করতেও দেখা যায়।[] এই উপাদানগুলির দ্বারা পার্শ্ববর্তী অঞ্চলগুলি লাল, কালো ও/অথবা সাদা রঙে রঞ্জিত হয়ে যায় এবং আইয়োর সামঞ্জস্যহীন বায়ুমণ্ডল ও বৃহস্পতির বিস্তৃত চৌম্বকক্ষেত্রটিকে উপাদান যোগান দেয়। ১৯৭৯ সাল থেকে যে মহাকাশযানগুলি আইয়োর পাশ দিয়ে উড়ে গিয়েছে সেগুলির পর্যবেক্ষণে আইয়োর আগ্নেয় সক্রিয়তার ফলস্বরূপ উপগ্রহটির পৃষ্ঠভাগে অসংখ্য পরিবর্তন ধরা পড়েছে।[]

আবিষ্কার

সম্পাদনা
 
আইয়োর বুকে সক্রিয় অগ্ন্যুৎপাতের ডিসকভারি চিত্রপেলেলোকির আগ্নেয় স্তম্ভগুলি যথাক্রমে দৃশ্যমান পৃষ্ঠভাগের সীমান্ত ও আলোকিত ও অন্ধকার অংশের সীমার উপর দৃশ্যমান।

১৯৭৯ সালের ৫ মার্চ তারিখে ভয়েজার ১ আইয়োকে অতিক্রম করার আগে পর্যন্ত এই উপগ্রহটি চাঁদের মতোই একটি মৃত জগৎ মনে করা হত। আইয়োর চারিধারে সোডিয়ামের মেঘ আবিষ্কৃত হওয়ায় মনে করা হয়েছিল যে উপগ্রহটি বাষ্পীভবনজাত পদার্থ দ্বারা গঠিত।[]

ভয়েজার ১ এর সামনে আসলে স্টান পেল, প্যাট্রিক ক্যাসেন, ও আর. টি. রেনল্ডস এর অগ্নুপাৎ, পৃষ্ঠ, এবং এর অভ্যান্তরীন সর্ম্পকে ধারণা দেন।

 
Voyager 1 observation of Loki Patera and nearby lava flows and volcanic pits
 
আইওর তাপমাত্রা মানচিত্র 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মোরাবিটো, এল. এ.; ও অন্যান্য (১৯৭৯)। "ডিসকভারি অফ কারেন্টলি অ্যাকটিভ এক্সট্রাটেরেস্ট্রিয়াল ভলক্যানিজম" [সাম্প্রতিক কালে সক্রিয় পৃথিবী-বহিঃস্থ অগ্ন্যুৎপাত আবিষ্কার]। সায়েন্স২০৪ (৪৩৯৬): ৯৭২। এসটুসিআইডি 45693338ডিওআই:10.1126/science.204.4396.972পিএমআইডি 17800432বিবকোড:1979Sci...204..972M 
  2. লোপেস, আর. এম. সি.; ও অন্যান্য (২০০৪)। "লাভা লেকস অন আইয়ো: অবজার্ভেশনস অফ ইয়ো'জ ভলক্যানিক অ্যাক্টিভিটি ফ্রম গ্যালিলিও এনআইএমএস ডিউরিং দ্য ২০০১ ফ্লাই-বাইজ" [আইয়োতে লাভা হ্রদ: ২০০১ ফ্লাইবাইয়ের সময় গ্যালিলিও এনআইএমএস থেকে আইয়োর আগ্নেয়গিরির সক্রিয়তা পর্যবেক্ষণ]। ইকারাস১৬৯ (১): ১৪০–৭৪। ডিওআই:10.1016/j.icarus.2003.11.013বিবকোড:2004Icar..169..140L 
  3. পেল, এস. জে.; ও অন্যান্য (১৯৭৯)। "মেল্টিং অফ আইয়ো বাই টাইডাল ডিসিপেশন" [জোয়ার-সংক্রান্ত অপচয়ের ফলে আইয়োর গলন]। সায়েন্স২০৩ (৪৩৮৩): ৮৯২–৯৪। এসটুসিআইডি 21271617ডিওআই:10.1126/science.203.4383.892পিএমআইডি 17771724বিবকোড:1979Sci...203..892P 
  4. ওয়াটসন, জে. এম. (মে ৫, ১৯৯৯)। "সাম আনঅ্যানসার্ড কোয়েশ্চনস" [কয়েকটি উত্তর-না-পাওয়া প্রশ্ন]। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০০৮ 
  5. কেসজ্থেলি, এল.; ও অন্যান্য (২০০৭)। "নিউ এস্টিমেটস ফর আইয়ো ইরাপশন টেম্পারেচারস: ইমপ্লিকেশনস ফর দি ইন্টিরিয়র" [আইয়োর অগ্ন্যুৎগীরণ তাপমাত্রার নতুন আনুমানিক পরিমাপ: অভ্যন্তরভাগের সঙ্গে জড়িত]। ইকারাস১৯২ (২): ৪৯১–৫০২। ডিওআই:10.1016/j.icarus.2007.07.008বিবকোড:2007Icar..192..491K 
  6. উইলিয়ামস, ডি. এ.; হোওয়েল, আর. আর. (২০০৭)। "অ্যাকটিভ ভলক্যানিজম: এফিউসিফ ইরাপশনস [সক্রিয় অগ্ন্যুৎপাত: নিঃসারী উদ্গীরণ]"। লোপেস, আর. এম. সি.; স্পেনসার, জে. আর.। আইয়ো আফটার গ্যালিলিও [গ্যালিলিওর পর আইয়ো]। স্প্রিংগার-প্র্যাক্সিস। পৃষ্ঠা ১৩৩–৬১। আইএসবিএন 978-3-540-34681-4 
  7. গেইসলার, পি. ই.; ম্যাকমিলান, এম. টি. (২০০৮)। "গ্যালিলিও অবজারভেশনস অফ ভলক্যানিক প্লিউমস অন আইয়ো" [গ্যালিলিওর পর্যবেক্ষণে আইয়োর আগ্নেয় স্তম্ভসমূহ]। ইকারাস১৯৭ (২): ৫০৫–১৮। ডিওআই:10.1016/j.icarus.2008.05.005বিবকোড:2008Icar..197..505G 
  8. গেইসলার, পি.; ও অন্যান্য (২০০৪)। "সারফেস চেঞ্জেস অন আইয়ো ডিউরিং দ্য গ্যালিলিও মিশন" [গ্যালিলিও অভিযানের সময় আইয়োর পৃষ্ঠভাগে পরিবর্তন]। ইকারাস১৬৯ (১): ২৯–৬৪। ডিওআই:10.1016/j.icarus.2003.09.024বিবকোড:2004Icar..169...29G 
  9. ফানালে, এফ. পি.; ও অন্যান্য (১৯৭৪)। "আইয়ো: আ সারফেস ইভাপোরাইট ডিপোজিট?" [আইয়ো: পৃষ্ঠভাগ কি বাষ্পীভবনজাত সঞ্চিত পদার্থ দ্বারা গঠিত?]। সায়েন্স১৮৬ (৪১৬৭): ৯২২–২৫। এসটুসিআইডি 205532ডিওআই:10.1126/science.186.4167.922পিএমআইডি 17730914বিবকোড:1974Sci...186..922F 

বহিঃসংযোগ

সম্পাদনা