আইয়ুব শাহ দুররানি

আইয়ুব শাহ দুররানি ছিলেন আফগানিস্তানের শাসক। ১৮১৯ থেকে ১৮২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন। তিনি তিমুর শাহ দুররানির পুত্র। তার শাসনামলে কাশ্মির হাতছাড়া হয় এবং তা ভারতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করে। ১৮২৩ খ্রিষ্টাব্দে বারাকজাইদের হাতে তিনি বন্দী হন। ফলে দুররানি সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। মুক্তি লাভের পর তিনি পাঞ্জাবে পালিয়ে যান। সেখানে ১৮৩৭ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।[]

আইয়ুব শাহ
আফগানিস্তানের আমির
রাজত্বদুররানি সাম্রাজ্য: ১৮১৯ – ১৮২৩
পূর্বসূরিআলি শাহ দুররানি
উত্তরসূরিদোস্ত মুহাম্মদ খান
মৃত্যু১ অক্টোবর ১৮৩৭
রাজবংশদুররানি রাজবংশ
পিতাতিমুর শাহ দুররানি

তথ্যসূত্র

সম্পাদনা
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
আলি শাহ দুররানি
আফগানিস্তানের আমির
১৮১৯–১৮২৩
উত্তরসূরী
দোস্ত মুহাম্মদ খান