আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ইভি (সাধারণত আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট (জার্মান উচ্চারণ: [ˈʔaɪntʁaxt ˈfʁaŋkfʊʁt]) নামে পরিচিত) একটি ফ্রাঙ্কফুর্ট ভিত্তিক জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে।[১] এই ক্লাবটি ১৮৯৯ সালের ৮ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট তাদের সকল হোম ম্যাচ ফ্রাঙ্কফুর্টের কমেরৎসব্যাংক-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫১,৫০০।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অলিভার গ্লাসনার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাটিয়াস বেক। আর্জেন্টিনীয় রক্ষণভাগের খেলোয়াড় দাবিদ আনহেল আব্রাম এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ইভি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি আডলার (ঈগল) এসজিই (স্পোর্টগেমাইন্ডে আইন্ট্রাখট) লাউনিশে ডিভা (মনমরা ডিভা) | |||
প্রতিষ্ঠিত | ৮ মার্চ ১৮৯৯ | |||
মাঠ | ডয়শে ব্যাংক পার্ক | |||
ধারণক্ষমতা | ৫৮,০০০ | |||
সভাপতি | মাটিয়াস বেক | |||
ম্যানেজার | ডিনো টপমোলার | |||
লিগ | বুন্দেসলিগা | |||
২০২৩–২৪ | ৬ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ১টি ২. বুন্দেসলিগা এবং ৫টি ডিএফবি-পোকাল শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি উয়েফা কাপ শিরোপা এবং ১টি উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনাইউরোপীয়
সম্পাদনা- ইউরোপীয় কাপ/উয়েফা চ্যাম্পিয়নস লীগ[৩]
- রানার-আপ: ১৯৫৯–৬০
- উয়েফা কাপ/উয়েফা ইউরোপা লীগ[৩]
- উয়েফা ইন্টারটোটো কাপ
- চ্যাম্পিয়ন: ১৯৬৭
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Die Gründungsmitglieder der Bundesliga"। kicker। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "Frankfurter Waldstadion wird Commerzbank-Arena"। Frankfurter Allgemeine। ২৫ ফেব্রুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Germany – Eintracht Frankfurt – Results, fixtures, squad, statistics, photos, videos and news"। Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (জার্মান) (জাপানি)