আঁধারে আলো (১৯২২-এর চলচ্চিত্র)
আঁধারে আলো (এটি দ্য ইনফ্লুয়েন্স অফ লাভ নামেও পরিচিত) ১৯২২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত নির্বাক বাংলা চলচ্চিত্র।[১] এটি কলকাতা তাজমহল ফিল্মস প্রযোজিত প্রথম বাংলা চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোটগল্প আঁধারে আলো অবলম্বনে এবং শিশিরকুমার ভাদুড়ী ও নরেশ মিত্রের পরিচালনায় এই চলচ্চিত্রটি নির্মিত হয়। এর চিত্রগ্রাহক ছিলেন ননি গোপাল সান্যাল।[২] চলচ্চিত্রে যুগ্ম পরিচালক শিশিরকুমার ভাদুড়ী ও নরেশ মিত্র সহ যোগেশ চৌধুরী এবং দুর্গা রানী অভিনয় করেছেন।[৩] চলচ্চিত্রটি সুরকারদের শিল্পমহিমা ও অভিনয়ের জন্য সমালোচকদের দ্বারা প্রশংসা পেয়েছিল এবং বক্স-অফিসে বিশাল হিট বলে দাবি করা হয়েছিল।[১]
আঁধারে আলো | |
---|---|
পরিচালক | শিশিরকুমার ভাদুড়ী নরেশ মিত্র |
প্রযোজক | তাজমহল ফিল্মস কোম্পানি, কলকাতা |
শ্রেষ্ঠাংশে | শিশিরকুমার ভাদুড়ী নরেশ মিত্র যোগেশ চৌধুরী দুর্গা রানী |
চিত্রগ্রাহক | ননি গোপাল সান্যাল |
প্রযোজনা কোম্পানি | তাজমহল ফিল্মস কোম্পানি, কলকাতা |
মুক্তি | ১৯২২ |
দেশ | ভারত |
ভাষা | নির্বাক বাংলা চলচ্চিত্র |
চলচ্চিত্রটি একটি ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত, যেখানে সত্যেন্দ্র নামক এক ব্যক্তি পারিবারিক বাধ্যবাধকতার কারণে রাধারানী নামে এগারো বছরের যুবতী কন্যাকে বিয়ে করেন[৪] এবং পরবর্তীতে রাধারানীকে ফেলে রেখে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা করে। এই ধরনের গল্প নিয়ে নির্মিত বাংলা চলচ্চিত্র হিসেবে এই ছায়াছবির খ্যাতি ছিল।[৫]
কলাকুশলী
সম্পাদনা- শিশিরকুমার ভাদুড়ী - সত্যেন্দ্র
- নরেশ মিত্র - অমর
- যোগেশ চৌধুরী - দেওয়নজি
- দুর্গা রানী - বিজলী
- লীলা দেবী
- কঙ্কাবতী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Crow, Jonathan। "Andhare Alo (1922)"। The New York Times Company। The New York Times। ২১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen (২০১৪)। Encyclopedia of Indian Cinema। Routledge। পৃষ্ঠা 149। আইএসবিএন 978-1-135-94318-9।
- ↑ "Andhare Alo 1922"। citwf.com। Alan Goble। ২১ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ Sangita Gopal (২০১২)। Conjugations: Marriage and Form in New Bollywood Cinema। University of Chicago Press। পৃষ্ঠা 27। আইএসবিএন 978-0-226-30427-4।
- ↑ Meghnad Desai (২০১৩)। PAKEEZAH। HarperCollins Publishers India। পৃষ্ঠা 35। আইএসবিএন 978-93-5116-023-6।