অ্যান আর্চার
অ্যান আর্চার (ইংরেজি: Anne Archer; জন্ম: ২৪ আগস্ট ১৯৪৭)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ফ্যাটাল অ্যাট্রাকশন (১৯৮৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্যারাডাইজ অ্যালি (১৯৭৮), প্যাট্রিয়ট গেমস (১৯৯২), শর্ট কাটস (১৯৯৩), ক্লেয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার (১৯৯৪) এবং লুলাবাই (২০১৪)।[২] তিনি ২০০১ সালে ওয়েস্ট এন্ড থিয়েটারে দ্য গ্র্যাজুয়েট নাটকে মিসেস রবিনসন চরিত্রে এবং ২০১৪ সালে এডিনবারা ফেস্টিভ্যাল ফ্রিঞ্জে দ্য ট্রায়াল অব জেন ফন্ডা নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন।
অ্যান আর্চার | |
---|---|
Anne Archer | |
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭০-বর্তমান |
পিতা-মাতা | জন আর্চার (পিতা) মার্জরি লর্ড (মাতা) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআর্চার ১৯৪৭ সালের ২৪শে আগস্ট ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তার পিতা জন আর্চার ছিলেন একজন অভিনেতা এবং মাতা মার্জরি লর্ড ছিলেন অভিনেত্রী। তার যখন চার বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ হয়।[৩] তিনি ও তার ভাই তার নানা-নানীর কাছে বেড়ে ওঠেন। তার নানী তার অনুপ্রেরণা ছিলেন। তার পিতার দ্বিতীয় বিবাহে তার দুই সৎ ভাইবোন রয়েছে।[৩]
কর্মজীবন
সম্পাদনাআর্চারের প্রথম টেলিভিশন কর্ম ছিল ১৯৭০ সালের ধারাবাহিক মেন অ্যাট ল। তিনি ১৯৭১ সালে মিস গোল্ডেন গ্লোব উপাধি লাভ করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল দ্য হঙ্কার্স (১৯৭২)। পরবর্তীতে তিনি লাইফগার্ড (১৯৭৬) ও প্যারাডাইজ অ্যালি (১৯৭৮) চলচ্চিত্রে অভিনয় করেন। ফ্যাটাল অ্যাট্রাকশন (১৯৮৭) চলচ্চিত্রে বেথ গ্যালগার চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] কিন্তু তিনি অলিম্পিয়া ডুকাকিসের কাছে পরাজিত হন।[৫] ১৯৯০-এর দশকে তিনি প্যাট্রিয়ট গেমস (১৯৯২), শর্ট কাটস (১৯৯৩), ক্লেয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার (১৯৯৪), ইনডিসক্রেশন অব অ্যান আমেরিকান ওয়াইফ (১৯৯৮) চলচ্চিত্রে কাজ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Anne Archer Biography (1947-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮।
- ↑ "The Best Anne Archer Movies"। র্যাংকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮।
- ↑ ক খ ম্যাকগ্রা, নিক (১১ জুলাই ২০১৪)। "Anne Archer: My family values"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮।
- ↑ হারমেৎজ, আলজিন (১৮ ফেব্রুয়ারি ১৯৮৮)। "Surprises in the Academy Award Nominations"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮।
- ↑ "The 60th Academy Awards - 1988"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে অ্যান আর্চার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যান আর্চার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে অ্যান আর্চার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অ্যান আর্চার (ইংরেজি)