অ্যান্ড্রয়েড গো
অ্যান্ড্রয়েড গো, (ইংরেজি: Android Go, অ্যান্ড্রয়েড গো সংস্করণ নামেও পরিচিত), লো-এন্ড স্মার্টফোনের জন্য উপযোগী করে নির্মিত একটি স্টক অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটি প্রথম অ্যান্ড্রয়েড ওরিওর জন্য প্রকাশিত হয়। মোবাইল ডাটা ব্যবহার কমানোর প্ল্যাটফর্ম অপটিমাইজেশন এবং হালকা প্লে স্যুটের বিশেষ সংস্করণ এ ডিস্ট্রিবিউশনের বিশেষ বৈশিষ্ট্য। কম মেমরি খরচের জন্যও ডিস্ট্রিবিউশনটির গুগল প্লে সেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে।[২] গুগল প্লে স্টোরও এর ব্যবহারকারীদের তূলনামূলক হালকা অ্যাপলিকেশনসমূহ ব্যবহারে প্ররোচিত করে।[৩][৪]
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ (পরিবর্তিত লিনাক্স কার্নেল) |
---|---|
কাজের অবস্থা | সক্রিয় |
প্রাথমিক মুক্তি | ৫ ডিসেম্বর ২০১৭[১] |
সর্বশেষ মুক্তি | অ্যান্ড্রয়েড গো ১০ |
মার্কেটিং লক্ষ্য | লো এন্ড স্মার্টফোন, ২ জিবি র্যাম বা তার কমের ফোনের জন্য |
ওয়েবসাইট | www |
অপারেটিং সিস্টেমটির ইন্টারফেসও মূলধারার অ্যান্ড্রয়েড থেকে আলাদা, যেখানে কুইক-সেটিংস প্যানেল ব্যাটারি, মোবাইল ডাটা সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত স্টোরেজ নিয়ে বিভিন্ন ধরনৈর তথ্য প্রদর্শন করে, আর রিসেন্ট মেনুও চারটি অ্যাপের বেশি না রাখার মত করে ডিজাইন করা হয়েছে।[২]
সংস্করণসমূহ
সম্পাদনাঅ্যান্ড্রয়েড গো স্মার্টফোন প্রস্তুতকারকদের কাছে অ্যান্ড্রয়েড ৮.১ এর জন্য এবং পরে অ্যান্ড্রয়েড পাইের জন্য উপলব্ধ করা হয়েছে।
কোড নাম | সংস্করণ | প্রকাশনা | তথ্যসূত্র |
---|---|---|---|
ওরিও (গো সংস্করণ) | ৮.১ | জানুয়ারি ১৪, ২০১৭ | [৫] |
পাই (গো সংস্করণ) | ৯ | জানুয়ারি ১৪, ২০১৮ | [৬] |
১০ (গো সংস্করণ) | ১০ | জানুয়ারি ১৪, ২০১৯ | [৭] |
ব্যাখ্যা: পুরনো সংস্করণ পুরানো সংস্করণ, এখনও সমর্থিত সর্বশেষ সংস্করণ |
আরও পড়ুন
সম্পাদনা- অ্যান্ড্রয়েড ওয়ান, প্রাথমিক স্তরের যন্ত্রসমূহের জন্য বানানো আরেকটি একই ধরনের সিস্টেম সফটওয়্যার
- কাইওএস, আধুনিক নকিয়া ফিচার ফোনসমূহের জন্য ডিজাইনকৃত একই ধরনের সিস্টেম সফটওয়্যার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোরিল, ড্যান (২৩ সেপ্টেম্বর ২০০৮)। "অ্যান্ড্রয়েড ১.০ এসডিকের ঘোষণা, প্রকাশনা ১"। অ্যান্ড্রয়েড উন্নয়কারীদের ব্লগ। গুগল। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও, বিস্তারিত পর্যালোচনা"। আরস টেকনিকা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ ""অ্যান্ড্রয়েড গো" কম বাজেটের ফোনের জন্য অ্যান্ড্রয়েডকে ছাঁচাচোলা করবে"। আরস টেকনিকা। কোন্ডে নাস্ট। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "অ্যান্ড্রয়েড গো অ্যান্ড্রয়েড ওকে একটি চলন্ত সফলতাতে পরিণত করতে পারতো"। এনগ্যাজেট। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "অ্যান্ড্রয়েড ৮.১-এর মুক্তির সাথে অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ)-এর সূচনা"। গুগল (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ): নতুন বৈশিষ্ট্যসমূহ ও আরও কিছু অপশন"। গুগল (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "প্রাথমিক পর্যায়ের ফোনের জন্যে অ্যান্ড্রয়েডে আরও উন্নয়ন"। Google (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।