অ্যান্ড্রিউ আলেকজান্ডার "অ্যান্ডি"কোল (জন্ম: অক্টোবর ১৫, ১৯৭১ নটিংহ্যাম) একজন ইংরেজ ফুটবল খেলোয়াড়, যিনি এই খেলার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার শীর্ষ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সান্ডারল্যান্ড দলের পক্ষে খেলেন। তিনি অ্যান্ডি কোল নামেই সমধিক পরিচিত। ১৯৯০ সাল থেকেই এই নামে পরিচিত হলেও ২০০ সাল থেকে তিনি অ্যান্ড্রু কোল হিসেবে পরিচিত হবার ইচ্ছা প্রকাশ করেন।[]

অ্যান্ডি কোল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যান্ড্রিউ আলেকজান্ডার কোল
উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি
মাঠে অবস্থান ফরওয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
সান্ডারল্যান্ড
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
আর্সেনাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৯-১৯৯২
১৯৯১
১৯৯২-১৯৯৩
১৯৯৩-১৯৯৫
১৯৯৫-২০০১
২০০১-২০০৪
২০০৪-২০০৫
২০০৫-২০০৬
২০০৬-২০০৭
২০০৭
২০০৭-
আর্সেনাল
ফুলহ্যাম (ধার)
ব্রিস্টল সিটি
নিউকাসল ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড
ব্ল্যাকবার্ন রোভারস
ফুলহ্যাম
ম্যানচেস্টার সিটি
পোর্টসমাউথ
বার্মিংহ্যাম সিটি (ধার)
সান্ডারল্যান্ড
000(০)
0১৩ 0(৩)
0৪১ (২০)
0৭০ (৫৫)
১৯৫ (৯৪)
0৮৩ (২৭)
0৩১ (১২)
0২২ 0(৯)
0১৮ 0(৩)
000(১)
000(০)
জাতীয় দল
১৯৯৪
১৯৯৫–২০০২
ইংল্যান্ড বি
ইংল্যান্ড
000(১)
0১৫ 0(১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 15:41, 24 August 2007 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 19:38, 30 November 2006 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Cole's name-change gamble"। BBC Sport। ২০০০-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৩