অ্যান্ডার্স অ্যান্টনসেন
অ্যান্ডার্স অ্যান্টনসেন (ডেনীয়: Anders Antonsen; জন্ম: ২৭ এপ্রিল ১৯৯৭) হলেন একজন ডেনীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত ডেনমার্কের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
অ্যান্ডার্স অ্যান্টনসেন | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | [১] আরহুস, ডেনমার্ক | ২৭ এপ্রিল ১৯৯৭
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) |
ওজন | ৮০ কিলোগ্রাম (১৮০ পা) |
কার্যকাল | ২০১৩–বর্তমান |
হাত | ডান-হাতি |
২০১৩ সালে ব্যাডমিন্টনে অভিষেক করা অ্যান্টনসেন ডেনমার্কের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅ্যান্ডার্স অ্যান্টনসেন ১৯৯৭ সালের ২৭শে এপ্রিল তারিখে ডেনমার্কের আরহুসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাঅ্যান্টনসেন ডেনমার্কের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে দুই ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে অংশগ্রহণ করেছিলেন।[৩] কোয়ার্টার-ফাইনালে অ্যান্টনসেন মালয়েশিয়ার লি জি জিয়ার মুখোমুখি হয়েছিলেন, উক্ত ম্যাচে ২–০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Men's Singles – Entry List by Event" [পুরুষদের একক – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "ANTONSEN Anders" [অ্যান্ডার্স অ্যান্টনসেন]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Group Play Summary" [পুরুষদের একক – গ্রুপ পর্বের সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Draw" [পুরুষদের একক – বন্ধনী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Event Results Summary" [পুরুষদের একক – প্রতিযোগিতার ফলাফলের সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।