অ্যান্টিভাইরাস সফটওয়্যার

অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রথম শনাক্ত করা এবং কম্পিউটার ভাইরাস ধ্বংস করতে একটি উদ্দেশ্য সঙ্গ
(অ্যান্টিভাইরাস (কম্পিউটার) থেকে পুনর্নির্দেশিত)

অ্যান্টিভাইরাস (ইংরেজি: Antivirus) বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। []

ক্ল্যামটিকে ক্ল্যাপঅ্যাভি অ্যান্টিভাইরাস ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি করা একটি ওপেন সোর্স অ্যান্টিভাইরাস।

বিস্তারিতভাবে বলতে গেলে- অ্যান্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়্যারের সাথে সম্পৃক্ত সফটওয়্যারকে আপনার কম্পিউটারে অণুপ্রবেশে বাধা প্রদান করে। ম্যালওয়্যারকে আপনার কম্পিউটারে ঢুকতে না দেয়া বা ঠেকানোর অন্যতম ও প্রধান উপায় হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। আপনাকে আগে থেকে জানিয়ে দেয়া আপনার কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকতে চাইছে। অথবা কোন এক্সটার্নাল স্টোরেজ আপনার পিসি’তে প্রবেশের আগে চেক করে নেয়া স্টোরেজে কোনো প্রকার ক্ষতিকারক সফটওয়্যার আছে কিনা। এভাবে একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারের সেই সাথে আপনার মূল্যবান ডাটার দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা করে থাকে।

আপনি যদি একজন সতর্ক কম্পিউটার ,ইন্টারনেট ইউজার হয়ে থাকেন তারপরও আপনাকে অ্যান্টিভাইরাস প্রোগাম ব্যবহারের প্রয়োজন আছে। ব্রাউজারের দূর্বলতা, প্লাগইনস, বিভিন্ন প্রকার লেনদেনে, অপারেটিং সিস্টেম প্রভৃতির জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকা প্রয়োজন। আর আপনি যদি অনলাইনে লেনদেন করেন তাহলে আপনার পিসি’তে অ্যান্টিভাইরাস থাকা অবশ্যই প্রয়োজন, এখন অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার লেনদেনের সিকিউরিটি দিয়ে থাকে।

কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম নিচে দেয়া হল:

  • রিভ অ্যান্টিভাইরাস
  • কাসপারস্কি
  • ম্যাকফি
  • নরটন
  • পিসিসিলিন
  • এভিজি
  • অ্যাভাস্ট

টীকা ও তথ্যসূত্র

সম্পাদনা
  1. এছাড়া প্রাণী বা জীবদেহের জন্য ক্ষতিকারক ভাইরাসেরও অ্যান্টিভাইরাস হয়, কিন্তু এদের নাম, ধরন বা কাজ অনুযায়ী আলাদা আলাদা নাম থাকে ফলে বাংলায় অ্যান্টিভাইরাস বলতে কম্পিউটারের জন্য ব্যবহার্য প্রোগ্রামকেই বোঝায়।