অ্যান্টার্কটিকায় অবস্থিত গবেষণা কেন্দ্রসমূহ
অ্যান্টার্কটিকায় গবেষণা কেন্দ্র
অ্যান্টার্কটিকায় তিরিশটি দেশ সরকারি ভাবে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এই সমস্ত কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে সারা বছর আর কিছু কেন্দ্রে শুধু গ্রীষ্মকালে বিজ্ঞানীরা অবস্থান করে বিভিন্ন বিষয়ে গবেষণা চালিয়ে থাকেন। আর্জেন্টিনা এই মহাদেশে সব চেয়ে অধিক সংখ্যক গবেষণা কেন্দ্র স্থাপন করলেও সবগুলিই রয়েছে অ্যান্টার্কটিকা উপদ্বীপ অঞ্চলে। অ্যান্টার্কটিকা উপদ্বীপ অঞ্চলের বিভিন্ন দ্বীপে অ্যান্টার্কটিকায় অবস্থিত গবেষণা কেন্দ্রসমূহের অধিকাংশ কেন্দ্রগুলি অবস্থিত। ভৌগোলিক দক্ষিণ মেরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আমুন্ডসেন-স্কট দক্ষিণ মেরু কেন্দ্র অবস্থিত।
স্থায়ী গবেষণা কেন্দ্রসমূহ
সম্পাদনাগ্রীষ্মকালীন গবেষণা কেন্দ্রসমূহ
সম্পাদনা১ স্থায়ী (১৯৪৭-১৯৯৫)
পরিত্যক্ত ও মনুষ্যবিহীন গবেষণা কেন্দ্র্বসমূহ
সম্পাদনাকেন্দ্র | বিবরণ | দেশ | স্থাপিত | বাতিল | অবস্থান | স্থানাঙ্ক |
---|---|---|---|---|---|---|
আসুকা কেন্দ্র | মনুষ্যহীন পর্যবেক্ষণ কেন্দ্র | ১৯৮৫ | - | রাণী মড ভূমি | ৭১°৩১′৩৪″ দক্ষিণ ২৪°০৮′১৭″ পূর্ব / ৭১.৫২৬১১° দক্ষিণ ২৪.১৩৮০৬° পূর্ব | |
দক্ষিণ গঙ্গোত্রী | মৈত্রী দ্বারা প্রতিস্থাপিত | ১৯৮৪ | ১৯৯১ | রাণী মড ভূমি | ৭০°৪৫′ দক্ষিণ ১১°৪৬′ পূর্ব / ৭০.৭৫০° দক্ষিণ ১১.৭৬৭° পূর্ব | |
গেওর্গ ভন নিউমেয়ার কেন্দ্র | নিউমেয়ার কেন্দ্র দ্বারা প্রতিস্থাপিত | ১৯৮১ | ১৯৯২ | রাণী মড ভূমি | ৭০°৩৭′০০″ দক্ষিণ ০৮°২২′০০″ পশ্চিম / ৭০.৬১৬৬৭° দক্ষিণ ৮.৩৬৬৬৭° পশ্চিম | |
লেনিনগ্রাদস্কায়া কেন্দ্র | ১৯৭১ | ওটস উপকূল, ভিক্টোরিয়া ভূমি | ৬৯°৩০′০০″ দক্ষিণ ১৫৯°২৩′০০″ পূর্ব / ৬৯.৫০০০০° দক্ষিণ ১৫৯.৩৮৩৩৩° পূর্ব | |||
মিজুহো কেন্দ্র | অনিয়মিত কেন্দ্র | ১৯৭০ | ৭০°৪১′৫৩″ দক্ষিণ ৪৪°১৯′৫৪″ পূর্ব / ৭০.৬৯৮০৬° দক্ষিণ ৪৪.৩৩১৬৭° পূর্ব | |||
মোলোদ্যোঝনায়া কেন্দ্র | |
১৯৬২ | ৬৭°৩৯′৫৭.০″ দক্ষিণ ৪৫°৫০′৩৩.২″ পূর্ব / ৬৭.৬৬৫৮৩৩° দক্ষিণ ৪৫.৮৪২৫৫৬° পূর্ব | |||
রুশকায়া কেন্দ্র | ১৯৮০ | মেরি বায়ার্ড ভূমি | ৭৪°৪৬′০০″ দক্ষিণ ১৩৬°৫২′০০″ পশ্চিম / ৭৪.৭৬৬৬৭° দক্ষিণ ১৩৬.৮৬৬৬৭° পশ্চিম |