অ্যান্টনি মান
মার্কিন চলচ্চিত্র পরিচালক
অ্যান্টনি মান (ইংরেজি: Anthony Mann; জন্ম: ৩০ জুন ১৯০৬ - ২৯ এপ্রিল ১৯৬৭) ছিলেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।[১][২] তিনি তার নোয়া চলচ্চিত্র ও পশ্চিমা ধাঁচের চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। পরিচালক হিসেবে তাকে তার পশ্চিমা ধাঁচের চলচ্চিত্রগুলোতে চিত্রগ্রাহক জন আল্টন ও অভিনেতা জেমস স্টুয়ার্টের সাথে কাজ করতে দেখা যায়। তিনি ১৯৫৮ সালে গড্স লিটল একর চলচ্চিত্র পরিচালনা করে ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালনার জন্য গোল্ডেন লায়নের মনোনয়ন লাভ করেন এবং ১৯৬১ সালে এল সিড চলচ্চিত্র পরিচালনা করে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
অ্যান্টনি মান | |
---|---|
Anthony Mann | |
জন্ম | এমিল অ্যান্টন বুন্ডেসমান ৩০ জুন ১৯০৬ সান দিয়েগো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৯ এপ্রিল ১৯৬৭ | (বয়স ৬০)
তিনি ১৯৬৭ সালে ৬০ বছর বয়সে মারা যান।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সাদোল, পৃ. ১৬৭।
- ↑ ম্যালকম, ডেরেক (২৩ মার্চ ২০০০)। "Anthony Mann: Man of the West"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
- ↑ "ANTHONY MANN, 60, A MOVIE DIRECTOR; Filmmaker Who Favored Westerns Dies in Berlin"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ১৯৬৭। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে অ্যান্টনি মান সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে অ্যান্টনি মান (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যান্টনি মান (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে অ্যান্টনি মান (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অ্যান্টনি মান (ইংরেজি)