অ্যান্টনি থ্যাং
অ্যান্টনি থ্যাং বক বোহ ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত এশিয়া-প্যাসিফিক স্কাউট অঞ্চলের চেয়ারম্যান এবং সিঙ্গাপুর স্কাউট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
অ্যান্টনি থ্যাং | |
---|---|
এশিয়া-প্যাসিফিক স্কাউট অঞ্চলের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৪ |
২০০৫ সালে, তিনি বিশ্ব স্কাউটিংয়ে ব্যতিক্রমী পরিষেবার জন্য বিশ্ব স্কাউট কমিটি কর্তৃক ৩০৭তম ব্রোঞ্জ ওল্ফ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of recipients of the Bronze Wolf Award"। scout.org। WOSM। ২০২০-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০১।