অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস (চলচ্চিত্র)
অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন রহস্য, রোমাঞ্চ চলচ্চিত্র। প্রখ্যাত লেখক ড্যান ব্রাউন রচিত একই নামের উপন্যাস অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস এর উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেন রন হাওয়ার্ড। এটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্য দা ভিঞ্চি কোড চলচ্চিত্রের সিক্যুয়েল। এই ছবিটিও পরিচালনা করেছিলেন রন হাওয়ার্ড। যদিও এটি দ্য দা ভিঞ্চি কোড চলচ্চিত্রের সিক্যুয়েল, কিন্তু উপন্যাস হিসাবে প্রথমে প্রকাশিত হয় অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস আর তারপরে দ্য দা ভিঞ্চি কোড। চলচ্চিত্রটির শ্যুটিং হয় ইতালির রোম ও কালভার সিটি, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সনি পিকচার্স স্টুডিওস-এ।
অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস | |
---|---|
![]() বাণিজ্যিক পোস্টার | |
পরিচালক | রন হাওয়ার্ড |
প্রযোজক | ব্রায়ান গ্রেজার রন হাওয়ার্ড জন কেইলি |
চিত্রনাট্যকার | ডেভিড কোয়েপ আকিভা গোল্ড্সম্যান |
উৎস | ড্যান ব্রাউন কর্তৃক অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস |
শ্রেষ্ঠাংশে | টম হ্যাঙ্কস ইওয়ান ম্যাকগ্রেগর আইলেট জুরার স্তেলান স্কাশগার্ড পিয়েরফ্রানচেস্কো ফাবিনো নিকোলাই লি কুশ আর্মিন মুলার-স্টাল |
বর্ণনাকারী | আলফ্রেড মলিনা |
সুরকার | হ্যান্স জিমার |
চিত্রগ্রাহক | সালভাতোরে তোতিনো |
সম্পাদক | ড্যানিয়েল পি. হ্যানলি মাইক হিল |
প্রযোজনা কোম্পানি | ইমাজিন এনটারটেইনমেন্ট স্কাইলার্ক প্রোডাকশনস প্যানরামা ফিল্মস |
পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৫,০০,০০,০০০[১] |
আয় | $৪৮,৫৯,৩০,৮১৬[২] |
দ্য দা ভিঞ্চি কোডের মত এই ছবিটিতেও রবার্ট ল্যাংডনের ভূমিকায় অভিনয় করেন টম হ্যাঙ্কস। এছাড়াও ব্রায়ান গ্রেজার, হ্যান্স জিমার ও আকিভা গোল্ড্সম্যান আগেরবারের মত যথাক্রমে প্রযোজক, সুরকার ও চিত্রনাট্যকার হিসাবে আবির্ভূত হন।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রবার্ট ল্যাংডন চরিত্রে টম হ্যাঙ্কস
- ক্যামারলেনগো প্যাট্রিক ম্যাক্কেনা চরিত্রে ইওয়ান ম্যাকগ্রেগর
- ডক্টর ভিট্টোরিয়া ভেট্রা চরিত্রে আইলেট জুরার
- কমান্ডার ম্যাক্সিমিলিয়ান রিক্টার চরিত্রে স্তেলান স্কাশগার্ড
- ইন্সপেক্টর আর্নেস্টো অলিভেট্টি চরিত্রে পিয়েরফ্রানচেস্কো ফাবিনো
- আততায়ীর চরিত্রে নিকোলাই লি কুশ
- কার্ডিনাল স্ট্রাউস চরিত্রে আর্মিন মুলার-স্টাল
সঙ্গীত আয়োজন
সম্পাদনাঅ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস: অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক | |
---|---|
হ্যান্স জিমার কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২২ মে, ২০০৯ |
ঘরানা | সাউন্ডট্র্যাক |
সঙ্গীত প্রকাশনী | কলাম্বিয়া পিকচার্স ইন্ডাস্ট্রিজ, ইনকর্পোরেটেড |
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "১৬০ বিপিএম" | ৬:৪১ |
২. | "গড পার্টিকেল" | ৫:২০ |
৩. | "এয়ার" | ৯:০৭ |
৪. | "ফায়ার" | ৬:৫১ |
৫. | "ব্ল্যাক স্মোক" | ৫:৪৫ |
৬. | "সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন" | ১২:২৭ |
৭. | "ইমোলেশন" | ৩:৩৯ |
৮. | "ইলেকশন বাই অ্যাডোরেশন" | ২:১২ |
৯. | "৫০৩" | ২:১৪ |
১০. | "এইচ২ও (ডাউনলোড করার জন্য বোনাস ট্রাক)" | ১:৫১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ DiOrio, Carl (মে ১৭, ২০০৯)। "'Angels & Demons' hauls $48 million"। Nielsen Business Media, Inc। The Hollywood Reporter। ২০ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১১, ২০১০।
- ↑ "Angels & Demons (2009)"। Box Office Mojo। ১০ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০০৯।