অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নারী ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করে।
সংঘ | ক্রিকেট অস্ট্রেলিয়া |
---|---|
কর্মীবৃন্দ | |
অধিনায়ক | রিস ম্যাককেনা |
কোচ | সারাহ অ্যালে |
ইতিহাস | |
টোয়েন্টি২০ অভিষেক | ব বাংলাদেশ, উইলোমুর পার্ক, বেনোনি, দক্ষিণ আফ্রিকা; ১৪ জানুয়ারি ২০২৩ |
অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় | ০ |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
আইসিসি অঞ্চল | পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর |
বর্তমান দল
সম্পাদনা২০২২ সালের ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়া ২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য নিজেদের দল ঘোষণা করে।[১]
- রিস ম্যাককেনা (অধি.)
- অনন্যা শর্মা
- অ্যামি স্মিথ (উই.)
- এলা উইলসন
- এলা হেওয়ার্ড
- এলেনর লারোসা
- কেট পেল (উই.)
- ক্লেয়ার মুর
- ক্লোয়ি এইনসওয়ার্থ
- চ্যারিস বেকার
- জেড অ্যালেন
- প্যারিস বাউডলার (উই.)
- প্যারিস হল (উই.)
- মিলি ইলিংওয়ার্থ
- ম্যাগি ক্লার্ক
- লুসি হ্যামিল্টন
- সিয়ানা জিঞ্জার
অনন্যা শর্মা, অলিভিয়া হেনরি, প্যারিস হল, সামিরা দিমেল্যিও ও সারা কেনেডিকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[২] অনন্যা শর্মা ও প্যারিস হলকে পরবর্তীতে মূল দলে যোগ করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Australia announce powerful squad for U19 Women's T20 World Cup"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "WBBL stars headline first U19 World Cup squad"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Australia, New Zealand forced to make changes to U19 T20 World Cup squad"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩।