অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নারী ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করে।

অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
সংঘক্রিকেট অস্ট্রেলিয়া
কর্মীবৃন্দ
অধিনায়করিস ম্যাককেনা
কোচসারাহ অ্যালে
ইতিহাস
টোয়েন্টি২০ অভিষেক বাংলাদেশ, উইলোমুর পার্ক, বেনোনি, দক্ষিণ আফ্রিকা; ১৪ জানুয়ারি ২০২৩
অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি অঞ্চলপূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর

বর্তমান দল

সম্পাদনা

২০২২ সালের ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়া ২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য নিজেদের দল ঘোষণা করে।[]

  • রিস ম্যাককেনা (অধি.)
  • অনন্যা শর্মা
  • অ্যামি স্মিথ (উই.)
  • এলা উইলসন
  • এলা হেওয়ার্ড
  • এলেনর লারোসা
  • কেট পেল (উই.)
  • ক্লেয়ার মুর
  • ক্লোয়ি এইনসওয়ার্থ
  • চ্যারিস বেকার
  • জেড অ্যালেন
  • প্যারিস বাউডলার (উই.)
  • প্যারিস হল (উই.)
  • মিলি ইলিংওয়ার্থ
  • ম্যাগি ক্লার্ক
  • লুসি হ্যামিল্টন
  • সিয়ানা জিঞ্জার

অনন্যা শর্মা, অলিভিয়া হেনরি, প্যারিস হল, সামিরা দিমেল্যিও ও সারা কেনেডিকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[] অনন্যা শর্মা ও প্যারিস হলকে পরবর্তীতে মূল দলে যোগ করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Australia announce powerful squad for U19 Women's T20 World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ 
  2. "WBBL stars headline first U19 World Cup squad"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ 
  3. "Australia, New Zealand forced to make changes to U19 T20 World Cup squad"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩