অস্টিন বাটলার
অস্টিন রবার্ট বাটলার (ইংরেজি: Austin Robert Butler; জন্ম: ১৭ আগস্ট ১৯৯১) একজন মার্কিন অভিনেতা। তিনি সঙ্গীতধর্মী জীবনীনির্ভর চলচ্চিত্র এলভিস (২০২২)-এ এলভিস প্রেসলি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি অর্জন করেন এবং এই কাজের জন্য নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।
অস্টিন বাটলার | |
---|---|
ইংরেজি: Austin Butler | |
জন্ম | অস্টিন রবার্ট বাটলার ১৭ আগস্ট ১৯৯১ অ্যানাহাইম, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
বাটলার টেলিভিশনে ডিজনি চ্যানেল ও নিকেলোডিওনে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি দ্য সিডাব্লিও চ্যানেলের লাইফ আনেক্সপেক্টেড (২০১০-২০১১) ও সুইচড অ্যাট বার্থ (২০১১-২০১২)-এ পুনরাবৃত্তিমূলক চরিত্রসহ বিভিন্ন কিশোর নাট্যধর্মী টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন। তিনি দ্য ক্যারি ডায়েরিজ (২০১৩-২০১৪) ও দ্য শ্যানারা ক্রনিকলস (২০১৬-২০১৭)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০১৮ সালে দ্য আইসম্যান কামেথ-এর পুনরুজ্জীবিতকরণে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে এবং পরের বছর কোয়েন্টিন টারান্টিনোর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এ অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবাটলার ১৯৯১ সালের ১৭ই আগস্ট ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যানাহাইম শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা লরি অ্যান (জন্মনাম: হাওয়েল) একজন নন্দনতাত্ত্বিক,[১] এবং পিতা ডেভিড বাটলার।[২][৩][৪][৫] অস্টিনের যখন সাত বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ঘটে।[৬] অ্যাশলি (জন্ম: ১৯৮৬) নামে তার একজন বড় বোন রয়েছে। অ্যাশলি তার সাথে নেড্স ডিক্লাসিফাইড স্কুল সারভাইভাল গাইডে ব্যাকগ্রাউন্ড অভিনয়শিল্পী হিসেবে কাজ করেন।[৪][৭]
বাটলারের যখন ১৩ বছর বয়স, তখন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ফেয়ারে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিং ম্যানেজমেন্ট কোম্পানির একজন প্রতিনিধি তাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং বিনোদন জগতে কাজ শুরু করতে সহায়তা করেন।[৩][৪][৮][৯] তিনি অভিনয় উপভোগ করতে শুরু এবং অভিনয়ের ক্লাস করতে শুরু করেন।[৩][৮][৯]
বাটলার সপ্তম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে তার কাজের সূচী মিলাতে বাড়িতেই পড়াশোনা শুরু করেন।[৭][৮] তিনি দশম শ্রেণি পর্যন্ত বাড়িতেই পড়াশোনা চালিয়ে যান এবং পরে রাজ্যের উচ্চ বিদ্যালয়ের সমতুল্য ডিপ্লোমা সিএইচএসপিই পাশ করেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৯ | অ্যালিয়েন্স ইন দি অ্যাটিক | জেক পিয়ারসন | |
২০১১ | শার্পিস ফ্যাবিউলাস অ্যাডভেঞ্চার | পেটন লেভারেট | ডিরেক্ট-টু-ভিডিও |
২০১২ | মাই আঙ্কল রাফায়েল | কোডি বেক | |
২০১৫ | দি ইনট্রুডার্স | নোয়া হেনরি | |
২০১৬ | ইয়োগা হোজার্স | হান্টার ক্যালোওয়ে | |
২০১৮ | ডুড | টমাস ড্যানিয়েলস | |
২০১৯ | দ্য ডেড ডোন্ট ডাই | জ্যাক | |
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড | টেক্স ওয়াটসন | ||
২০২২ | এলভিস | এলভিস প্রেসলি | |
২০২৩ | ডিউন: পার্ট টু | ফেইড-রাউতা | নির্মাণাধীন |
দ্য বাইকরাইডার্স | ঘোষিত হবে | নির্মাণাধীন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Lori Anne Howell-Butler Lori A"। সান্তা মারিয়া টাইমস। ১৭ সেপ্টেম্বর ২০১৪। আগস্ট ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Austin Robert Butler"। ফ্যামিলি ট্রি লেজেন্ডস। নভেম্বর ১১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ গ "Austin Butler – Sharpay's Fabulous Adventure"। পপ টাওয়ার। আগস্ট ৪, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ গ "'Aliens in the Attic': Austin Butler"। স্কলাস্টিক.কম। জানুয়ারি ৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Robert-D-Bentley-South-Saint-Paul – User Trees"। জিনিয়ালজি.কম। অক্টোবর ৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ওয়াং, জেন (২১ এপ্রিল ২০২২)। "The Actor Who Would Be King: Austin Butler's Journey to Elvis"। ভোগ (ইংরেজি ভাষায়)। এপ্রিল ২১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ "Austin Butler – Celebrity"। টিভি গাইড। অক্টোবর ২০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ গ "Austin Butler Interview"। পোট্রেট ম্যাগাজিন। ফেব্রুয়ারি ২০০৮। সেপ্টেম্বর ৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ "Austin butler of the CW's 'Life Unexpected'"। উইক ইন রিওয়াইন্ড। অক্টোবর ৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।