অসীম কুমার উকিল

বাংলাদেশী রাজনীতিবিদ এবং সাংসদ

অসীম কুমার উকিল একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নানান কর্মকাণ্ডে ভিতর্কিত ও আলোচিত সংসদ সদস্য ছিলেন তিনি।

অসীম কুমার উকিল
নেত্রকোণা-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ জানুয়ারি ২০১৯ – ২৯ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
উত্তরসূরীইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-03-01) ১ মার্চ ১৯৫৭ (বয়স ৬৭)[]
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীঅপু উকিল
পেশারাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

অসীম কুমার উকিলের জন্ম নেত্রকোণা জেলায়[] তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অপু উকিল বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

কুমারের রাজনৈতিক জীবন শুরু বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। পূর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

সমালোচনা

সম্পাদনা

২০১৯ সালের ১১ ডিসেম্বর অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেন নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০২০ সালের ৮ মার্চ আইনজীবী তৌহিদুল ইসলাম কেশব রঞ্জন সরকারের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দুদককে রিটকারীর আবেদন নিষ্পত্তি করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়।[][]

তাছাড়াও যখন তিনি সংসদ সদস্য ছিলেন নানা রকম সমালোচনার মুখোমুখি হয়েছেন। তৃণমূল আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মির দাবি, এমপি হবার পর তৃণমূলের কর্মীদের থেকে তিনি অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নির্বাচনী এলাকাঃ ১৫৯ নেত্রকোনা-৩"বাংলাদেশ জাতীয় সংসদ। ২০২১-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২১ 
  2. "নেত্রকোনা-৩: নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দিন- অসীম কুমার উকিল"দৈনিক যুগান্তর। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  3. "নেত্রকোনা-৩: আওয়ামী লীগের নতুন মুখ অসীম কুমার উকিল"দৈনিক কালের কণ্ঠ। ২৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  4. "অসীম কুমার উকিল ও অপু উকিলের দুর্নীতির অভিযোগ তদন্তে রিট"দৈনিক কালের কণ্ঠ। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২১ 
  5. "অসীম উকিল ও অপু উকিলের দুর্নীতি প্রশ্নে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ"বাংলাদেশ প্রতিদিন। ১১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২১