অসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা

অসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা হচ্ছে ড° হীরেন গোহাঁই দ্বারা রচিত গ্রন্থ। এই গ্রন্থটি ১৯৮৭ সালের ফ্রেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশ পেয়েছিলেন। এই গ্রন্থের জন্য ১৯৮৯ সালে ড° হীরেন গোহাঁইকে সাহিত্য অকাডেমি পুরস্কারে সন্মানিত করা হয়েছিল।

অসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা
লেখকড° হীরেন গোহাঁই
দেশঅসম, ভারত
ভাষাঅসমীয়া
প্রকাশনার তারিখ
১৯৮৭ সালের ফ্রেব্রুয়ারিতে
মিডিয়া ধরনমুদ্রণ

মহাপুরুষীয়া ধর্মের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক দিকসমূহর বিচার-বিশ্লেষণে এক বিদ্যায়তনিক এবং সুচিন্তিত আলোচনা রয়েছে। তদুপরি এই গ্রন্থে অসমের জাতীয় জীবনে মহাপুরুষীয়া পরম্পরার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবসমূহও স্পষ্টভাবে দেখিয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা