অসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা
অসমীয়া জাতীয় জীবনত মহাপুরুষীয়া পরম্পরা হচ্ছে ড° হীরেন গোহাঁই দ্বারা রচিত গ্রন্থ। এই গ্রন্থটি ১৯৮৭ সালের ফ্রেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশ পেয়েছিলেন। এই গ্রন্থের জন্য ১৯৮৯ সালে ড° হীরেন গোহাঁইকে সাহিত্য অকাডেমি পুরস্কারে সন্মানিত করা হয়েছিল।
লেখক | ড° হীরেন গোহাঁই |
---|---|
দেশ | অসম, ভারত |
ভাষা | অসমীয়া |
প্রকাশনার তারিখ | ১৯৮৭ সালের ফ্রেব্রুয়ারিতে |
মিডিয়া ধরন | মুদ্রণ |
বিষয়
সম্পাদনামহাপুরুষীয়া ধর্মের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক দিকসমূহর বিচার-বিশ্লেষণে এক বিদ্যায়তনিক এবং সুচিন্তিত আলোচনা রয়েছে। তদুপরি এই গ্রন্থে অসমের জাতীয় জীবনে মহাপুরুষীয়া পরম্পরার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবসমূহও স্পষ্টভাবে দেখিয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |