অশোকা (চলচ্চিত্র)
অশোকা (ইংরেজি: Aŝoka, দেবনাগরী: अशोक) ২০০১ সালের ভারতীয় মহাকাব্যিক ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। পরিচালনা করেছেন সন্তোষ সিভান। এটি ভারতীয় মৌর্য রাজবংশের সম্রাট অশোকের প্রাথমিক জীবনযাত্রার নাট্য সংস্করণ। যিনি ৩য় শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল শাসন করেন।
অশোকা | |
---|---|
পরিচালক | সন্তোষ সিভান |
প্রযোজক | |
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | সুরেশ ওবেরয় |
সুরকার | |
চিত্রগ্রাহক | সন্তোষ সিভান |
সম্পাদক | এ. স্রীকার প্রাসাদ |
পরিবেশক | ড্রিমজ্ আনলিমিটেড |
মুক্তি | অক্টোবর ২৬, ২০০১ |
স্থিতিকাল | ১৭১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শাহরুখ খান, জুহি চাওলা এবং রাধিকা সাগুনি প্রযোজিত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সন্তোষ সিভান এবং সাকেট চৌধুরী। সঙ্গীত পরিচালনা করেছেন সন্দীপ চওতা এবং অনু মালিক। অভিনয়ে ছিলেন শাহরুখ খান, কারিনা কাপুর, ড্যানি ডেনজংপা, আজিথ কুমার, রাহুল দেব এবং হৃশিতা ভট্ট।
এটি মূলত ভারতে অশোক দ্য গ্রেট শিরোনামে মুক্তি পায়। তামিলে মুক্তির শিরোনাম ছিলো সম্রাট অশোক।
চলচ্চিত্রটি ব্যাপকভাবে যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকা জুড়ে প্রদর্শন করা হয়। এবং ভেনিস চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শণের জন্যে নির্বাচিত হয়, যেখানে এই চলচ্চিত্র ইতিবাচক সাড়া পায়।[১] তবে, চলচ্চিত্রটি ভারতীয় সমালোচক ও দর্শকের মনপুত হয় নি[২] এবং বক্স অফিসে ব্যর্থ হয়েছে।
অভিনয়ে
সম্পাদনাচলচ্চিত্রের অধিকাংশ চরিত্র ঐতিহাসিক ব্যক্তির কাল্পনিক সংস্করণ:
- শাহরুখ খান — অশোক মৌর্য/পবন
- করণ দিওয়ানি — তরুণ অশোক
- কারিনা কাপুর — কলিঙ্গের রাজকুমারী কৌরভাকি
- অজিত কুমার — সুসিমা মৌর্য্য
- ড্যানি ডেনজংপা — বিরনাট (কাল্পনিক)
- রাহুল দেব — ভীম (কাল্পনিক)
- হৃশিতা ভট্ট — সম্রাজ্ঞী দেবী
- গ্রসেন ডা চুনাহ্ — সম্রাট বিন্দুসার
- সুভাসিনী আলি — সম্রাজ্ঞী ধর্ম, অশোকের মা
- উমেষ মেহরা — সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্য
- সুরজ বালাজি — রাজকুমার আর্য (কাল্পনিক)
- জনি লিভার — মৌর্য সৈনিক
- রাঘুভির যাদব — মৌর্য সৈনিক
- সুরেষ মেনন — মৌর্য সৈনিক
- শিল্পা মেহতা — সম্রাজ্ঞী, সুসিমা মৌর্যের মা
- ভিনীত শার্মা — সুগাত্রা
- বিবেক শার্মা — সুগিধা
- সি. এল. গুরনানি — পণ্ডিত
- মধু ভার্ষিত — ভিটাশোকা
- মিথিলেশ চর্তুবেদী — কলিঙ্গের প্রধানমন্ত্রী
- শ্বেতা মেনন — নান্দানেশ্বারী, ফুল বিক্রেতা(কাল্পনিক)
- গায়ত্রী জায়ারামান আইটেম উপস্থিতি
কলাকুশলী
সম্পাদনা- শিল্প নির্দেশনা — সাবু সিরিল
- পোশাক পরিকল্পনা — মনিশ মালহোত্রা এবং আনু বর্ধন
সঙ্গীত
সম্পাদনাসাউন্ড ট্র্যাক
সম্পাদনাঅশোকা: দ্য অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক | |
---|---|
কর্তৃক স্টুডিও অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২০০১ |
ঘরানা | ওয়ার্ল্ড মিউজিক |
দৈর্ঘ্য | ৩৮:২৩ |
সঙ্গীত প্রকাশনী | সনি মিউজিক |
প্রযোজক | আনু মালিক |
সকল গানের সুরকার আনু মালিক।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "সান সানানা" | আনান্দ বকশি | অলকা ইয়াগণিক, হেমা সারদেশাই | ৫:৫২ |
২. | "রাত কা নেশা" | গুলজার | চিত্রা | ৫:১০ |
৩. | "রশনী সে" | গুলজার | অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগণিক | ৬:৫৪ |
৪. | "ও রে কাঞ্চি" | গুলজার | অলকা ইয়াগণিক, শান | ৫:৩৩ |
৫. | "রাত কা নেশা" (দ্বৈত সংস্করণ) | গুলজার | অভিজিৎ ভট্টাচার্য, চিত্রা | ৫:১০ |
৬. | "আ তৈয়ার হোযা" | গুলজার | সুনিধী চৌহান | ৬:০৭ |
৭. | "অশোকা থিম" (যন্ত্রসঙ্গীত) | ৩:৫৭ | ||
মোট দৈর্ঘ্য: | ৩৮:২৩ |
পুরস্কার
সম্পাদনা- আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্রায়ন - সন্তোষ সিভান
- আইফা অ্যাওয়ার্ডস শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক পুরস্কার) - শাহরুখ খান
- ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্রায়ন - সন্তোষ সিভান
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ অসীম ছাবড়া (অক্টোবর ২৪, ২০০১)। "Hype 'n' Hoopla"। rediff.com। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪।
- ↑ ভি. গীতানাথ (মে ২৩, ২০০২)। "Keep date with Asoka"। চেন্নাই, ভারত: দ্য হিন্দু। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অশোকা (ইংরেজি)
- অশোকা — KareenaKapoor.be