অশিক্ষিত (চলচ্চিত্র)
অশিক্ষিত ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান এবং কাহিনী লিখেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজ্জাক, অঞ্জনা রহমান, সুমন, রোজী সামাদ, এটিএম শামসুজ্জামান প্রমুখ। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়ায়।[১]
অশিক্ষিত | |
---|---|
পরিচালক | আজিজুর রহমান |
প্রযোজক | রমলা সাহা |
চিত্রনাট্যকার | আজিজুর রহমান |
কাহিনিকার | সত্য সাহা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | আবু হেনা বাবলু |
সম্পাদক | নুরুন্নবী |
পরিবেশক | স্বরলিপি ফিল্মস |
মুক্তি | ১৯৭৮ |
স্থিতিকাল | ১২৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাগ্রামের চৌকিদার রহমত (রাজ্জাক) লেখাপড়া জানে না। অশিক্ষিত রহমতকে লেখাপড়া শেখায় গ্রামের দরিদ্র অনাথ বালক মানিক। রহমত নাম দস্তখত করা শেখে তার কাছে। দুর্নীতিবাজ আড়তদারের অপরাধ দেখে ফেলায় খুন হয় মানিক। তার খুনের সাক্ষী হয় রহমত এবং তার সাক্ষ্যে শাস্তি হয় অপরাধীর। সাক্ষীর দরখাস্তে নিজ হাতে নাম সই করে রহমত।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রাজ্জাক - রহমত
- অঞ্জনা রহমান - লাইলি
- সুমন - মানিক
- রোজী সামাদ - মানিকের মা
- শওকত আকবর - স্কুল শিক্ষক
- সৈয়দ হাসান ইমাম - আইজুদ্দি
- এটিএম শামসুজ্জামান - টেনু মাতবর
- নারায়ণ চক্রবর্তী - লাইব্রেরিয়ান
- টেলি সামাদ - কালা
সঙ্গীত
সম্পাদনাঅশিক্ষিত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমদ, শাম্মী আখতার, সুবীর নন্দী, রমলা সাহা, ও ফেরদৌস ওয়াহিদ। এ চলচ্চিত্রের সুবীর নন্দীর কণ্ঠে মাস্টার সাব আমি নাম দস্তখত এবং শাম্মি আখতার ও খন্দকার ফারুক আহমদের কণ্ঠে ঢাকা শহর আইসা আমার গান দুটি বেশ জনপ্রিয়তা লাভ করে।[২]
গানের তালিকা
সম্পাদনানং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী |
---|---|---|---|
১ | ঐ যে দুরের আকাশ | রমলা সাহা | রাজ্জাক, অঞ্জনা রহমান |
২ | আমি এক পাহারাদার | ফেরদৌস ওয়াহিদ | রাজ্জাক |
৩ | মাস্টার সাব আমি নাম দস্তখত | সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন | রাজ্জাক, সুমন |
৪ | ঢাকা শহর আইসা আমার | শাম্মি আখতার ও খন্দকার ফারুক আহমেদ | রাজ্জাক, অঞ্জনা রহমান |
পুরস্কার
সম্পাদনারাজ্জাক রহমত চরিত্রে একজন অশিক্ষিত মানুষের শিক্ষিত হওয়ার যে প্রাণান্ত প্রচেষ্টা তা যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩] পাশাপাশি সুমন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ শান্তা মারিয়া (২৩ জানুয়ারি ২০১৬)। "নায়করাজের সেরা পাঁচ"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬।
- ↑ শান্তা মারিয়া (২৩ জানুয়ারি ২০১৬)। "নায়করাজের সেরা পাঁচ"। দৈনিক করতোয়া। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নায়করাজ রাজ্জাক"। মিডিয়া খবর। ঢাকা, বাংলাদেশ। ২৩ জানুয়ারি ২০১৬। ২০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬।
- ↑ "৭৫-এ নায়করাজ রাজ্জাক"। দৈনিক দিনকাল। ঢাকা, বাংলাদেশ। ২৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অশিক্ষিত (ইংরেজি)