অল সিলন জমিয়তুল উলামা
অল সিলন জমিয়তুল উলামা (সংক্ষেপে এসিজেইউ, তামিল: அகில இலங்கை ஜம்இய்யதுல்) শ্রীলঙ্কার একটি পুরানো ইসলামি সংগঠন। এটি শ্রীলঙ্কান মুসলিমদের সর্বোচ্চ সংস্থা হিসেবে বিবেচিত হয়।[১] ১৯১৯ সালে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা হওয়ার পর তার অনুকরণে ১৯২৪ সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এটি শ্রীলঙ্কার উলামা, সাধারণ মুসলমানদের আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদান সহ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুসলিম এবং অমুসলিমদের অনেকগুলি পরিষেবা এবং নির্দেশিকা প্রদান করে। সংগঠনটির দাবি অনুযায়ী, এটি মুসলিমদের মধ্যে ঐক্য এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে সহাবস্থান গড়ে তোলার সাথে জড়িত।[২] তবে শ্রীলঙ্কার বৌদ্ধ কট্টরপন্থীরা সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে।[৩]
அகில இலங்கை ஜம்இய்யதுல் | |
![]() | |
গঠিত | ১৯২৪ |
---|---|
আইনি অবস্থা | ধর্মীয় সংগঠন |
সদরদপ্তর | জয়ন্ত বীরসেকরা মাওয়াথা, কলম্বো ১০ |
যে অঞ্চলে কাজ করে | শ্রীলঙ্কা |
সদস্যপদ | ৫০০০ (আলেম সদস্য) |
দাপ্তরিক ভাষা | তামিল, ইংরেজি |
মহাসচিব | আরকাম নূরমিথ |
সভাপতি | রিজভী মুফতি |
ওয়েবসাইট | acju |
সংগঠন
সম্পাদনানীতিগতভাবে সংগঠনটি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় না। বর্তমানে এটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার ২০০০ সালের ৫১ নং আইন দ্বারা পরিচালিত হচ্ছে। সারা দেশে সংগঠনটির ১৩৪টিরও বেশি শাখা রয়েছে। এর আলেম সদস্য সংখ্যা ৫ সহস্রাধিক। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি কমিটি রয়েছে।[২] যথা:
- সহযোগিতা ও সমন্বয়ের জন্য কাউন্সিল
- সমাজসেবা ও তথ্য কমিটি
- শিক্ষা কমিটি
- মক্তব পুনর্বাসন কমিটি
- ফতোয়া কমিটি
- প্রচার কমিটি
- চাঁদ দেখা কমিটি
- গবেষণা ও প্রকাশনা কমিটি
- যুব বিষয়ক কমিটি
- মহিলা বিষয়ক কমিটি
- মিডিয়া কমিটি
- ইসলামি অর্থনীতি ও অর্থ উপদেষ্টা কমিটি
- হালাল কমিটি
- উলামা বিষয়ক কমিটি
- শাখা সমন্বয় কমিটি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ডসন, অ্যাঞ্জেলা; উইজেবর্ধনে, কুমুডু (২৮ ফেব্রুয়ারি ২০২১)। "Insights into preventing female genital mutilation/cutting in Sri Lanka: a qualitative interpretative study"। প্রজনন স্বাস্থ্য। ১৮ (১): ২। আইএসএসএন 1742-4755। ডিওআই:10.1186/s12978-021-01114-x।
- ↑ ঝাঁপ দিন: ক খ "আমাদের সম্পর্কে"। অল সিলন জমিয়তুল উলামা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২।
- ↑ "Wahabbism and Quasi Courts should be banned in SL - Ven. Rathana Thera"। ডেইলি মিরর। ১১ মার্চ ২০২১।