অলিম্পিয়া, ওয়াশিংটন
অলিম্পিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রাজধানী ও কাউন্টি আসন এবং থারস্টন কাউন্টির বৃহত্তম শহর।[৫][৬] এটি রাজ্যের বৃহত্তম শহর সিয়াটল থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং এটি দক্ষিণ পুগেট সাউন্ড অঞ্চলের একটি সাংস্কৃতিক কেন্দ্র।
অলিম্পিয়া, ওয়াশিংটন | |
---|---|
রাজ্যের রাজধানী শহর | |
সিটি অব অলিম্পিয়া | |
ডাকনাম: অলি | |
ওয়াশিংটনের থার্সটন কাউন্টির মধ্যে অবস্থান | |
যুক্তরাষ্ট্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৭°২′১৬″ উত্তর ১২২°৫৪′৩″ পশ্চিম / ৪৭.০৩৭৭৮° উত্তর ১২২.৯০০৮৩° পশ্চিম | |
রাষ্ট্র | যুক্তরাষ্ট্র |
রাজ্য | ওয়াশিংটন |
কাউন্টি | থার্সটন কাউন্টি |
অন্তর্ভুক্ত | ২৮শে জানুয়ারী ১৮৫৯ |
নামকরণের কারণ | অলিম্পিক পর্বতমালা |
সরকার | |
• ধরন | কাউন্সিল/সিটি ম্যানেজার |
• মেয়র | চেরিল সেলবি (ডি) |
আয়তন[১] | |
• শহর | ২০.০৯ বর্গমাইল (৫২.০২ বর্গকিমি) |
• স্থলভাগ | ১৮.২৩ বর্গমাইল (৪৭.২০ বর্গকিমি) |
• জলভাগ | ১.৮৭ বর্গমাইল (৪.৮২ বর্গকিমি) |
উচ্চতা | ৯৫ ফুট (২৯ মিটার) |
জনসংখ্যা (২০১০)[২][৩] | |
• শহর | ৪৬,৪৭৮ |
• আনুমানিক (২০১৯) | ৫২,৮৮২ |
• ক্রম | ইউএস: ৭৪১তম ডব্লিউএ: ২৩তম |
• জনঘনত্ব | ২,৯০২.২৬/বর্গমাইল (১,১২০.৫৮/বর্গকিমি) |
• পৌর এলাকা | ১,৭৬,৬১৭ (ইউএস: ১৯৫তম) |
• মহানগর | ২,৮৬,৪১৯ (ইউএস: ১৬৯তম) |
বিশেষণ | অলিম্পিয়ান |
সময় অঞ্চল | প্রশান্ত মহাসাগরীয় |
• গ্রীষ্মকালীন (দিসস) | প্রশান্ত মহাসাগরীয় (ইউটিসি) |
জিপ কোডসমূহ | ৯৮৫০১-৯৮৫৯৯ |
এলাকা কোড | ৩৬০ |
এফএডি কোড | ৫৩-৫১৩০০ |
জিএনআইএস বৈশিষ্ট্য আইডি | ১৫৩৩৩৫৩[৪] |
ওয়েবসাইট | www |
ইউরোপীয় বসতি স্থাপনকারীরা ১৮৫৪ সালে মেডিসিন ক্রিক চুক্তি ও পরে ১৮৫৬ সালের জানুয়ারির অলিম্পিয়া চুক্তির মাধ্যমে ১৮৪৬ সালে এই অঞ্চলটির দাবি করেন। অলিম্পিয়া ১৮৫৯ সালে ২৮শে জানুয়ারি একটি নগর হিসাবে এবং ১৮৮২ সালে একটি শহর হিসাবে অন্তর্ভুক্ত হয়।[৭] শহরের জনসংখ্যা ২০১০-এর আদমশুমারি অনুসারে ৪৬,৪৭৯ জন, এটি রাজ্যের ২৪তম বৃহৎ শহর। অলিম্পিয়া পূর্বদিকে লেসি ও দক্ষিণে টুমওয়াটারের সাথে সীমান্ত গঠন করে।
ভূগোল
সম্পাদনামার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো অনুসারে, শহরের মোট আয়তন ১৯.৬৮ বর্গমাইল (৫০.৯৭ কিমি ২), যার মধ্যে ১৭.৮২ বর্গমাইল (৪৬.১৫ কিমি ২) ভূমিভাগ ও ১.৮৬ বর্গমাইল (৪.৮২ কিমি ২) (২৮.০%) জলভাগ নিয়ে গঠিত।[৮]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১০-এর আদমশুমারি[২] অনুসারে, শহরে ৪৬,৪৭৮ জন মানুষ, ২০,৭৬১ জন গৃহমালিক ও ১০,৬৭২ টি পরিবার বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ২,৬০৮.২ জন (১,০০৭.০ জন/কিমি২)। প্রতি বর্গমাইলে গড়ে ১,২৩৯.৪ এর (৪৭৮.৫ জন/কিমি২) ঘনত্বে ২২,০৮৬ টি আবাসন ইউনিট রয়েছে। শহরটির বর্ণগত পরিসংখ্যান অনুসারে মোট জনসংখ্যার মধ্যে ৮৩.৭% শ্বেতাঙ্গ, ২.০% আফ্রিকান আমেরিকান, ৬.০% এশীয়, ১.১% নেটিভ আমেরিকান, ০.৪% প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জবাসী, ১.৮% অন্যান্য জাতি এবং ৫.০% দুই বা ততোধিক বর্ণের থেকে ছিল। যে কোনও জাতির হিস্পানিক বা লাতিনো জনসংখ্যার ৬.৩% ছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2019 U.S. Gazetteer Files"। United States Census Bureau। সংগ্রহের তারিখ আগস্ট ৭, ২০২০।
- ↑ ক খ "U.S. Census website"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০১২।
- ↑ "National 2010 urban area file containing a list of all urbanized areas and urban clusters (including Puerto Rico and the Island Areas) sorted by UACE code"। United States Census Bureau, Geography Division। মে ১৬, ২০১২ তারিখে মূল (TXT) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০১২।
- ↑ "US Board on Geographic Names"। United States Geological Survey। অক্টোবর ২৫, ২০০৭। ফেব্রুয়ারি ২৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০০৮।
- ↑ "Find a County"। National Association of Counties। ২০১১-০৫-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-০৭।
- ↑ "The Treaty of Olympia, Jan. 6, 1856" (পিডিএফ)। nwifc.org। আগস্ট ২২, ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২১, ২০১৮।
- ↑ "Olympia's Leadership"। olympiawa.gov/। জানুয়ারি ২, ২০১৮। আগস্ট ২২, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২১, ২০১৮।
- ↑ "US Gazetteer files 2010"। United States Census Bureau। জানুয়ারি ১২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০১২।