অলিম্পিক স্টেডিয়াম
অলিম্পিক স্টেডিয়াম বলতে সাধারণতঃ কোন অলিম্পিক গেমসের আসরের প্রধান স্টেডিয়ামকে চিহ্নিতকরণের জন্য প্রদেয় নামবিশেষ। অলিম্পিক স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ সকল স্টেডিয়ামের সবগুলো না হলেও অনেকগুলো স্টেডিয়ামেরই নামের শেষদিকে 'অলিম্পিক স্টেডিয়াম' শব্দদ্বয় উল্লেখ করা হয়। এছাড়াও স্বাগতিক দেশের অলিম্পিক গেমস আয়োজনকল্পে অলিম্পিক স্টেডিয়ামের নামকরণ 'বহুমুখী স্টেডিয়াম' হিসেবেও হতে পারে।[১]
গ্রীষ্মকালীন অলিম্পিকের ক্ষেত্রে অ্যাথলেটিক্স প্রতিযোগিতাগুলো ঐতিহ্যগতভাবে অলিম্পিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এর ব্যতিক্রম হিসেবে ১৯০০ ও ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসহ ২০১০ ও ২০১৮ সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমসে ঘটেছে।
শুরুর দিককার শীতকালীন গেমসে প্রায়শঃই ফিগার স্কেটিংয়ে ব্যবহৃত মাঠগুলো প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হতো। ঐ মাঠগুলোকেই অলিম্পিক স্টেডিয়ামরূপে চিত্রিত করা হতো ও সচরাচর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হতো।
যে সকল শহরে একাধিকবার অলিম্পিক গেমসের আয়োজনের সুযোগ লাভ করেছে, ঐ সকল শহরের স্টেডিয়ামগুলোও একাধিকবার অলিম্পিক গেমস আয়োজন করতে পেরেছে।
লিজগার্ডসাকেনে শীতকালীন অলিম্পিক ও শীতকালীন যুব অলিম্পিক গেমসের (ওয়াইওজি) প্রধান স্টেডিয়াম ছিল। বার্গিসেলসাঞ্জ দুইবার শীতকালীন অলিম্পিক এবং একবার শীতকালীন ওয়াইওজি আয়োজনের প্রধান স্টেডিয়াম নির্বাচিত হবার সুযোগ পায়। দুইবার শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে অলিম্পিয়াহল যৌথভাবে বার্গিসেলসাঞ্জের সাথে অলিম্পিক স্টেডিয়ামের ভূমিকা লাভ করতে পেলেও শীতকালীন ওয়াইওজিতে ঐ সুযোগ লাভ করতে পারেনি। একমাত্র স্টেডিয়ামরূপে লস এঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম দুইটি গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়ামের মর্যাদা লাভ করতে পেরেছে। গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী আসরে প্যানাথিনাইকো স্ট্যাডিও প্রধান স্টেডিয়াম হিসেবে কেবলমাত্র ইন্টারকলেটেড গেমসের আসর বসেছিল। ২০২২ সালে বেইজিং জাতীয় স্টেডিয়ামও দুইবার অলিম্পিক ক্রীড়া আয়োজনের সুযোগ পাবে। পার্থক্য হিসেবে রয়েছে এতে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।
সংখ্যাগত দিক দিয়ে প্যানাথিনাইকো স্ট্যাডিও এবং ভেলোড্রোম দ্য ভিন্সেনেস ধারাবাহিকভাবে দুইবার অলিম্পিক আয়োজন করেছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি, যদিও এখানে ১৯৪৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। এর পরিবর্তে স্ট্রাটফোর্ডে নির্মিত একটি নতুন স্টেডিয়ামে গেমসের আয়োজন করা হয়। তাস্বত্ত্বেও ওয়েম্বলিতে ২০১২ অলিম্পিকের ফুটবল ম্যাচ খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়।
স্টেডিয়াম
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Olympic Stadium ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মার্চ ২০১৪ তারিখে. Big Olympic Encyclopedia. Moscow 2006.
- ↑ "Atlanta to demolish Turner Field"। ESPN.com। Associated Press। ২০১৩-১১-১২। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১২।
- ↑ After the 1996 Paralympics, the stadium was reconfigured (as planned) into the baseball-specific Turner Field. It is scheduled to be demolished in 2017 after the Atlanta Braves, the stadium's main tenant since its reconfiguration, move into a new stadium in Cobb County, Georgia.[২]
- ↑ "Maracanã region"। www.basil2016.gov.br। Brasil 2016। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৫।
Maracanã Stadium Stage of the 1950 World Cup final, the mystical arena was refurbished for the 2014 FIFA World Cup. On 13 July, it was the stage of the World Cup final between Germany and Argentina, when the Germans were crowned champions of the world. The Maracanã will be the stage of the opening and closing ceremonies of the Olympic and Paralympic Games. In addition, it will host football matches at the Olympic Games. However, the arena will not host any Paralympic competitions. Sports at the Olympic Games: football Sports at the Paralympic Games: ceremonies Capacity: 78,600 people
line feed character in|উক্তি=
at position 486 (সাহায্য) - ↑ "João Havelange Olympic Stadium"। Rio 2016। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।