অর্থ মন্ত্রক (পশ্চিমবঙ্গ)
পশ্চিমবঙ্গের অর্থ মন্ত্রক হলো বাংলা সরকারের একটি মন্ত্রণালয়। অর্থ মন্ত্রক রাজ্য সরকারের অর্থ পরিচালনা করে এবং রাজ্যের আশেপাশের সমস্ত অর্থনৈতিক ও আর্থিক বিষয়ে জড়িত। এর মধ্যে রয়েছে সামাজিক কল্যাণ, অবকাঠামো এবং প্রশাসনিক উদ্দেশ্যে আর্থিক সংস্থান বরাদ্দ করা এবং স্থাপন করা।[২]
বিভাগের রূপরেখা | |
---|---|
যার এখতিয়ারভুক্ত | পশ্চিমবঙ্গ সরকার |
সদর দপ্তর | নবান্ন ভবন, হাওড়া[১] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
ওয়েবসাইট | finance |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ finance
.wb .gov .in - ↑ "West Bengal Finance Department"। finance.wb.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৬।