অর্চনা ভট্টাচার্য্য

ভারতীয় পদার্থবিজ্ঞানী

অর্চনা ভট্টাচার্য (জন্ম ১৯৪৮) একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী। তিনি আইনোস্ফিয়ারিক পদার্থবিজ্ঞান, ভূচৌম্বকীয়, এবং মহাকাশ পারিপার্শ্বিক অবস্থা বিষয়ে বিশেষজ্ঞ এবং মুম্বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসমের ডাইরেক্টর। [][]

অর্চনা ভট্টাচার্য্য
জন্ম১৯৪৮ (বয়স ৭৫–৭৬)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনদিল্লি বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণআইওনস্ফিয়ারিক পদার্থবিদ্যা এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র

শিক্ষা

সম্পাদনা

অর্চনা যথাক্রমে ১৯৬৭ এবং ১৯৬৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের বিএসসি (সান্মানিক) এবং এমএসসি সম্পন্ন করেন। তিনি জাতীয় বিজ্ঞান প্রতিভা (১৯৬৪-৬৯) বৃত্তি প্রাপ্ত ছিলেন। তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানের পিএইচডি ডিগ্রী অর্জন করেন (শ্লেষিত থেওরেটিকাল কন্ডেন্সেড পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কাজ করেন। []

অর্চনা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওোম্যাগনেটিজম (আইআইজি),[] মুম্বাইয়ে ১৯৭৮ সালে যোগ দেন। তিনি ১৯৮৬-৮৭-এর সময় উর্বানা-চ্যাম্পিয়ন ইলিয়নিস বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেন এবং ১৯৯৮-২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস-এর এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরিতে তিনি সিনিয়র এনআরসি রেসিডেন্ট রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন। তিনি ২০০৫-২০১০ সালে আইআইজি পরিচালক ছিলেন। বর্তমানে, তিনি আইআইজিতে এমারিটাস বিজ্ঞানী। []

পুরস্কার এবং সম্মাননা

সম্পাদনা

গবেষণার বিষয়বস্তু

সম্পাদনা
  • নিরক্ষীয় আয়নমণ্ডলে প্লাসমা অস্থায়িত্ব
  • রেডিও তরঙ্গ দ্বারা আয়নমণ্ডল ভেদ করা
  • আয়নমণ্ডলে উপর মহাকাশ আবহাওয়ার প্রভাব
  • ভূ-চৌম্বকীয় ক্ষেত্রের স্প্যাটিও-সাময়িক বৈচিত্র্য []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IAS- Archana Bhattacharyya"। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪ 
  2. "INSA - Archana Bhattacharyya"। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Dr A Bhattacharya"। iigm.res.in। ২০১৪-০৩-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৫