অর্চনা ভট্টাচার্য্য
অর্চনা ভট্টাচার্য (জন্ম ১৯৪৮) একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী। তিনি আইনোস্ফিয়ারিক পদার্থবিজ্ঞান, ভূচৌম্বকীয়, এবং মহাকাশ পারিপার্শ্বিক অবস্থা বিষয়ে বিশেষজ্ঞ এবং মুম্বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসমের ডাইরেক্টর। [১][২]
অর্চনা ভট্টাচার্য্য | |
---|---|
জন্ম | ১৯৪৮ (বয়স ৭৫–৭৬) |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | দিল্লি বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | আইওনস্ফিয়ারিক পদার্থবিদ্যা এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র |
শিক্ষা
সম্পাদনাঅর্চনা যথাক্রমে ১৯৬৭ এবং ১৯৬৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের বিএসসি (সান্মানিক) এবং এমএসসি সম্পন্ন করেন। তিনি জাতীয় বিজ্ঞান প্রতিভা (১৯৬৪-৬৯) বৃত্তি প্রাপ্ত ছিলেন। তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানের পিএইচডি ডিগ্রী অর্জন করেন (শ্লেষিত থেওরেটিকাল কন্ডেন্সেড পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কাজ করেন। [২]
পেশা
সম্পাদনাঅর্চনা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওোম্যাগনেটিজম (আইআইজি),[৩] মুম্বাইয়ে ১৯৭৮ সালে যোগ দেন। তিনি ১৯৮৬-৮৭-এর সময় উর্বানা-চ্যাম্পিয়ন ইলিয়নিস বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেন এবং ১৯৯৮-২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস-এর এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরিতে তিনি সিনিয়র এনআরসি রেসিডেন্ট রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন। তিনি ২০০৫-২০১০ সালে আইআইজি পরিচালক ছিলেন। বর্তমানে, তিনি আইআইজিতে এমারিটাস বিজ্ঞানী। [২]
পুরস্কার এবং সম্মাননা
সম্পাদনা- ২০০৪ সালে ভারতীয় জিওফিজিকাল ইউনিয়নের অধ্যাপক কে আর রমনাথন স্মারক বক্তৃতা ও পদক পান।
- ১৯৬৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এস কৃষ্ণন স্বর্ণপদক
- ইন্ডিয়ান একাডেমী অফ সায়েন্সেস এবং ভারতের জাতীয় বিজ্ঞান একাডেমীর ফেলো ছিলেন।[২]
গবেষণার বিষয়বস্তু
সম্পাদনা- নিরক্ষীয় আয়নমণ্ডলে প্লাসমা অস্থায়িত্ব
- রেডিও তরঙ্গ দ্বারা আয়নমণ্ডল ভেদ করা
- আয়নমণ্ডলে উপর মহাকাশ আবহাওয়ার প্রভাব
- ভূ-চৌম্বকীয় ক্ষেত্রের স্প্যাটিও-সাময়িক বৈচিত্র্য [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "IAS- Archana Bhattacharyya"। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- ↑ ক খ গ ঘ "INSA - Archana Bhattacharyya"। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Dr A Bhattacharya"। iigm.res.in। ২০১৪-০৩-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৫।