অরোরা (লিনাক্স ডিস্ট্রিবিউশন)
অরোরা (ইংরেজি: Aurora, আগের ইইইবুন্টু) নেটবুকের জন্যে একটি অপারেটিং সিস্টেম। বর্তমান সংস্করণটি উবুন্টু-ভিত্তিক, যদিও এরপরের সংস্করণগুলো ডেবিয়ান আনস্টেবলের উপর ভিত্তি করে নির্মিত হতে পারে।[১] ইইইবুন্টু মূলত আসুস ইইই পিসির জন্যে ডিজাইন করা হয়েছিলো।
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
---|---|
কাজের অবস্থা | রহিত |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | ৩.০ / ১৫ মে ২০০৯ |
ভাষাসমূহ | ইংরেজি |
হালনাগাদের পদ্ধতি | এপিটি |
প্যাকেজ ম্যানেজার | ডিপিকেজি |
কার্নেলের ধরন | লিনাক্স |
ব্যবহারকারী ইন্টারফেস | গ্নোম |
লাইসেন্স | প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স / অন্যান্য |
ওয়েবসাইট | www.auroraos.org |
চারটি ভিন্ন ভিন্ন সংস্করণ রয়েছে: স্ট্যান্ডার্ড, এনবিআর, বেস এবং এলএক্সডিই।
বহিঃসংযোগ
সম্পাদনা- ↑ "Eeevolution - Eeebuntu 4.0 and beyond"। ২৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।