অরুণিমা ঘোষ
অরুণিমা ঘোষ একজন বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল।[১][২][৩] তিনি পশ্চিমবঙ্গের টেলিভিশন নাট্য জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ও একজন বিজ্ঞাপন মডেল।
অরুণিমা ঘোষ | |
---|---|
জন্ম | নভেম্বর ১৯৮৪ (বয়স ৪০) |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মনামী |
শিক্ষা | বাণিজ্যে স্নাতক |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৪ - বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | রংবেরঙের কড়ি, ঈগলের চোখ, এলার চার অধ্যায় |
পেশাজীবন
সম্পাদনাঅরুনিমা ঘোষ বেশ কয়েকটি সুপরিচিত ব্র্যান্ডের জন্য টেলিভিশন বিজ্ঞাপনে মডেলিঙের মাধ্যমে বিনোদন জগতে তার যাত্রা শুরু করেন। ২০০৪ সালে 'সূর্য্য' ছবি দিয়ে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিনয়ের অভিষেক হয়। তার পরের বছর, তিনি 'এক মুঠো চাবি' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ২০০৮ এ তিনি সহ-শিল্পী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দামের সাথে এক সিনেমায় কাজ করেছিলেন। অরুণিমাকে পাওলি দাম, বিক্রম চট্টোপাধ্যায় ও ইন্দ্রেনীল সেনগুপ্তের সঙ্গে 'এলার চার অধ্যায়' ছবিতে দেখা গেছিল। ২০১৪ সালে, রাহুল ব্যানার্জী ও বিশ্বনাথ বসুর সঙ্গে 'আমার আমি' চলচ্চিত্রে তিনি অভিনয়ে তার অত্যাশ্চর্য কর্মক্ষমতার পরিচয় দেন। তারপর তাকে 'এক ফালি রোদ' চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়।
২০১৫ সালে, তিনি আবীর চট্টোপাধ্যায় এবং রাইমা সেনের সঙ্গে 'অ্যাবি সেন' চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর, তিনি বঙ্কু বাবু চলচ্চিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় এবং লাবণী সরকারের সাথে অভিনয় করেন। সম্প্রতি, ২০১৬ তে শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া আহসান ও পায়েল সরকারের সাথে ঈগলের চোখ ছবিতে অরুনিমা কাজ করেন।
চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২৩ | কীর্তন | মণিমালা | অভিমন্যু মুখোপাধ্যায় | [৪] |
২০১৮ | নীলাচলে কিরীটী | কৃষ্ণা | অনিন্দ্য বিকাশ দত্ত | |
২০১৭ | আসছে আবার শবর | অরিন্দম শীল | শীর্ষেন্দু মুখোপাধ্যায় কর্তৃক প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম গল্প অবলম্বনে | |
২০১৬ | ঈগলের চোখ | গণিকা / মদের দোকানে গায়িকা | অরিন্দম শীল | শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্ট শবর দাশগুপ্তর গোয়েন্দা কাহিনী অবলম্বনে |
ঠাম্মার বয়ফ্রেন্ড | রিনি | |||
২০১৫ | অ্যাবি সেন | |||
২০১৪ | এক ফালি রোদ | |||
আমার আমি | ||||
বঙ্কু বাবু | ছোট বউমা | অনিন্দ্য বিকাশ দত্ত | ||
ভাড়াটে | ||||
২০১৩ | নায়িকা সংবাদ | |||
২০১২ | ব্ল্যাকমেল | |||
ভ্রুণ | অপ্রকাশিত | |||
আমি আছি সেই যে তোমার | অপ্রকাশিত | |||
এলার চার অধ্যায় | বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় | রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় উপন্যাস অবলম্বনে | ||
চাল - দ্য গেম বিগিন্স | ||||
২০১১ | মনে মনে ভালোবাসা | |||
লভ বার্ডস | ||||
আপন শত্রু | ||||
২০০৮ | হচ্ছেটা কি | |||
২০০৭ | প্রভু নষ্ট হয়ে যায় | |||
২০০৫ | সংগ্রাম | |||
এক মুঠো ছবি | ||||
২০০৪ | সূর্য্য |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bengali Actress Arunima Ghosh"। WBRi। ২১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২।
- ↑ "Arunima roped in for Basu's next"। One India। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২।
- ↑ "Arunima Ghosh filmography"। Gomolo। ২৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২।
- ↑ "এবার জুটি বাঁধলেন গৌরব-অরুণিমা,প্রকাশ্যে কীর্তনের পোস্টার"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অরুণিমা ঘোষ (ইংরেজি)