অরিন্দম নাট্য সম্প্রদায়
বাংলাদেশের মঞ্চনাট্যদল
অরিন্দম নাট্য সম্প্রদায় বাংলাদেশের একটি মঞ্চনাট্যদল।[১] ১৯৭৪ সালে মঞ্চ অভিনেতা ও নির্দেশক সদরুল পাশা ও শিশির দত্ত এটি প্রতিষ্ঠা করেন।[২]
পটভূমি
সম্পাদনাযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত রাখার প্রচেষ্টা হিসাবে ১৯৭৩ সালে চট্টগ্রামে ‘থিয়েটার ৭৩’-এর গঠনের মাধ্যমে শুরু হয় ‘গ্রুপ থিয়েটার আন্দোলন’-এর;[২] পরবর্তীতে এখান থেকে বেরিয়ে গিয়ে সদরুল পাশা ও শিশির দত্ত ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর গঠন করেন নতুন দল ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’।[৩] ‘থিয়েটার ৭৩’ এবং ‘তীর্যক নাট্যগোষ্ঠী’-র পর এটি হলো চট্টগ্রামের তৃতীয় প্রাচীন নাট্যদল।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ শামীমা আক্তার (জানুয়ারি ২০০৩)। "নাট্যগোষ্ঠী"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ "অরিন্দমের পথচলা"। সুপ্রভাত বাংলাদেশ - অনলাইন ভার্সন। ১৫ মে ২০১৭। ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "৪৪ বছরে অরিন্দম"। দৈনিক প্রথমআলো - অনলাইন ভার্সন। ১৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।