অম্বিকাগঞ্জ কলেজ
অম্বিকাগঞ্জ কলেজ বাংলাদেশের ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
নীতিবাক্য | জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও |
---|---|
ধরন | বেসরকারি কলেজ |
স্থাপিত | ১৯৯৪ |
অধ্যক্ষ | প্রফেসর মো: জাহাঙ্গীর মুহাম্মদ হাফিজ উদ্দিন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১২ জন |
শিক্ষার্থী | প্রায় ৩৮০ |
অবস্থান | , ২৪°৫০′২৩″ উত্তর ৯০°২০′২৫″ পূর্ব / ২৪.৮৩৯৮৩৭° উত্তর ৯০.৩৪০৪১৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর |
ভাষা | বাংলা ও ইংরেজি মাধ্যম |
পোশাকের রঙ | সাদা ও কালো রঙ |
ক্রীড়াবিষয়ক | স্প্রিন্ট, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ |
অধিভুক্তি | |
ক্রীড়া | ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট |
ওয়েবসাইট | http://ambikagonjcolleg.edu.bd |
ইতিহাস
সম্পাদনাস্বাধীনতার পূর্বে ময়মনসিংহ সদর উপজেলা চরাঞ্চলে কোন কলেজ ছিল না। ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ১৯৯৪ সালে একটি স্বাতন্ত্র কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। অম্বিকাগঞ্জ কলেজ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ বাজারে অবস্থিত। পুরাতন ব্রহ্মপুত্র নদের অদূরে এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল চেয়ারম্যানের প্রচেষ্টায় ৪ একর ২২শতাংশ জমির উপর প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।
বিভাগ সমূহ
সম্পাদনা- মানবিক
- ব্যবসায় শিক্ষা
বিষয়সমূহ
সম্পাদনা- বাংলা
- ইংরেজি
- আইসিটি
- সমাজকর্ম
- পৌরনীতি ও সুশাসন
- ইতিহাস
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- ইসলাম শিক্ষা
- ভূগোল
- অর্থনীতি
- হিসাব বিজ্ঞান
- ব্যবস্থাপনা
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
পোশাক বিবরণী
সম্পাদনাপ্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে ২০১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত নির্দিষ্ট কোন পোশাক ছিল না। ২০১২ খ্রিষ্টাব্দে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক করে। ছাত্রদের সাদা রঙের শার্ট, কালো রঙের প্যান্ট এবং কালো রঙের জুতা পরা বাধ্যতামূলক। কলেজে অধ্যয়নরত ছাত্রদের জন্য সাদা রঙের শার্ট, কালো রঙের প্যান্ট এবং কালো রঙের জুতা নির্ধারিত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |