অম্বালিকা

মহাভারতে কাশীর রাজকন্যা

অম্বালিকা (Hindi: अम्‍बालिका) হলেন কাশীরাজের কনিষ্ঠতমা কন্যা। তিনি রাজা বিচিত্রবীর্যের দ্বিতীয় স্ত্রী এবং পাণ্ডুর জননী।

অম্বালিকা
পরিবারপিতামাতা
  • কাশ্য (পিতা)
  • কৌশল্যা (মাতা)
সহোদরা

সহোদর

  • সেনাবিন্দু
দাম্পত্য সঙ্গীবিচিত্রবীর্য
সন্তানঅধিরথপাণ্ডু
আত্মীয়পাণ্ডবগণ (নাতিগণ)

ইতিহাস

সম্পাদনা

ভীষ্ম অম্বাঅম্বিকার সাথে তাকে স্বয়ম্বরসভা হতে হরণ করে আনেন। বিচিত্রবীর্য অম্বিকাকে বেশি সময় দেওয়ায় তিনি তার স্বামীর রথের সারথি সুহত্র বা শতকর্মার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং অধিরথ নামে একটি পুত্রের জন্ম দেন। ভীষ্ম এই কথা জানতে পেরে অধিরথকে সুহত্রের হাতে দিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। এই অধিরথই ছিলেন কর্নের পালক পিতা। বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা যান। এসময় ইনি শ্বশ্রূ সত্যবতীর অনুরোধে ঋষি বেদব্যাসের আশ্রমে যান নিয়োগের জন্য।[] নিয়োগের সময় অম্বালিকা ব্যাসের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান। এজন্য এঁর পুত্র পাণ্ডুবর্ণ হয়ে জন্মান। পাণ্ডু পাণ্ডবদের পিতা। তিনি শেষ জীবন ভগিনী অম্বিকা ও শ্বশ্রূ সত্যবতীর সাথে তপস্বিনীর ন্যায় অতিবাহিত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Mahabharata, Book 1: Adi Parva: Sambhava Parva: Section CV" 
  2. মহাভারত - রাজশেখর বসু