অমিতাভ বন্দ্যোপাধ্যায়
অমিতাভ বন্দ্যোপাধ্যায় (জন্ম ১ মার্চ ১৯৭২ কলকাতা, ভারত) একজন ভারতীয় জন্মগ্রহণকারী প্রাক্তন গার্নসি ক্রিকেটার। ব্যানার্জি ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান যিনি ডানহাতি মিডিয়াম পেস বোলিং করতেন এবং যিনি মাঝে মাঝে উইকেট-রক্ষক হিসেবে ফিল্ডিং করতেন। তিনি বাংলার ক্যালকাটায় (আজকের কলকাতা) জন্মগ্রহণ করেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | অমিতাভ বন্দ্যোপাধ্যায় | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কলকাতা, বাংলা, ভারত | ১ মার্চ ১৯৭২|||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | অমি | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মাঝারি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | মাঝেমধ্যে উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৬/৯৭–২০০০/২০০১ | বাংলা | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, 23 December 2009 |
১৯৯৬/৯৭ রঞ্জি ট্রফিতে আসামের বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ম্যাচে ব্যানার্জি তার জন্মভূমি বাংলার হয়ে অভিষেক করেছিলেন। [১] সেই একই মরসুমে তিনি রঞ্জি ট্রফি একদিনের প্রতিযোগিতায় তার একমাত্র লিস্ট এ -তে উপস্থিত হন, আসামের বিরুদ্ধেও,[২] একটি ম্যাচে সংগ্রাম সাওয়ান্তের হাতে আউট হওয়ার আগে তিনি একক রান করেছিলেন। [৩] ২০০০/০১ মরসুম পর্যন্ত তিনি বাংলার হয়ে আর উপস্থিত হননি, তিনটি প্রথম-শ্রেণীর উপস্থিতি যা ত্রিপুরা, আসাম এবং ওড়িশার বিরুদ্ধে এসেছিল।[১] মোট, ব্যানার্জি চারটি প্রথম-শ্রেণীর খেলায় ১৮.৪০ গড়ে ৯২ রান করেন, যার উচ্চ স্কোর ৪৮ ছিল। [৪]
ব্যানার্জি পরে গার্নসি চলে যান এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্বীপপুঞ্জের ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। ২০০৫ সালে স্কটিশ একাডেমির বিপক্ষে গার্নসির হয়ে তার প্রথম উপস্থিতি। তিনি ২০০৬ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও গার্নসির প্রতিনিধিত্ব করেছিলেন,[৫] যেখানে গার্নসি ৫ তম স্থান অর্জন করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "First-Class Matches played by Amitava Banerjee" । CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "List A Matches played by Amitava Banerjee" । CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Assam v Bengal, 1996/97 Ranji Trophy One Day" । CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "First-class Batting and Fielding For Each Team by Amitava Banerjee" । CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Other matches played by Amitava Banerjee"। CricketArchive। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।