অমিতাভ চৌধুরী
অমিতাভ চৌধুরী (১৬ই জুলাই ১৯২৮ - ১ মে ২০১৫) ছিলেন একজন ভারতীয় সাংবাদিক ও লেখক। তার জন্ম ব্রিটিশ ভারতের সিলেটে (অধুনা বাংলাদেশ)।[১]
অমিতাভ চৌধুরী | |
---|---|
জন্ম | ১৬ জুলাই ১৯২৮ ইং |
মৃত্যু | ১ মে ২০১৫ দক্ষিণ কলকাতা, ভারত | (বয়স ৮৭)
পেশা | সাংবাদিক |
নিয়োগকারী | যুগান্তর |
প্রাথমিক পরিচয়
সম্পাদনাঅমিতাভ চৌধুরী ১৯২৮ সালের ১৬ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের পর তিনি সপরিবারের আসামের বরাক উপত্যকায় চলে যান।
শিক্ষা জীবন
সম্পাদনাতিনি কলকাতা ও শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পড়াশোনা করেন।
কর্মজীবন
সম্পাদনাতার কর্মজীবনের শুরুতে বেশ কিছু সময় শান্তিনিকেতনে অধ্যাপনা করেন। পরে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগ দেন। এই পত্রিকার বার্তা সম্পাদকও ছিলেন কিছুদিন। পরবর্তীতে যুগান্তর ও আজকাল পত্রিকার সঙ্গেও যুক্ত হন। সাংবাদিক হিসেবেই খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা১৯৬১ সালে সাংবাদিকতায় রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন অমিতাভ চৌধুরী। ১৯৮৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণে সম্মানিত করে।[২]
রচিত গ্রন্থ
সম্পাদনাঅমিতাভ চৌধুরী একজন বিখ্যাত সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক। তিনি চাণক্য ও দৌবারিক ছদ্মনামে লিখতেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে -
- কবি ও সন্ন্যাসী
- চর্বিত চর্বণ
- জলছবি
- রবীন্দ্র পঞ্চমী
- স্বর্গের কাছাকাছি
- রবীন্দ্রনাথের পরলোক চর্চা
- জমিদার রবীন্দ্রনাথ
- ইকড়িমিকড়ি
- কাঠের তলোয়ার
- মহাজনসঙ্গ
- রবিকাহিনী
- স্থান কাল পাত্র
- আজব ভাবনা
- নিন্নির জন্য
- ছড়ানো ছড়া
- লৌকিক অলৌকিক
- যবনিকা কম্পমান
- আমার বন্ধু সুচিত্রা সেন
- রবি অনুরাগিণী
- দর্শনচিন্তা ও সাহিত্যবিচার
- ভারতীয় ভাষায় মুসলিম সাহিত্য
- ইসলাম ও রবীন্দ্রনাথ
- জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
- বিশ্বসাহিত্যে বিংশ শতাব্দীর কবিতা (২খণ্ড)
- ভুবন জোড়া আসনখানি
- একত্রে রবীন্দ্রনাথ (২খণ্ড)
- মুক্তিযুদ্ধ
- শান্তিনিকেতনে সুখের বারমাস্যা
- পরশুরাম রায়ের মাধবসঙ্গীত
- সূর্যাস্তের আগে রবীন্দ্রনাথ
- পিরসাহেবের মাজার
- অমিতাভ চৌধুরীর শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
মৃত্যু
সম্পাদনা১ মে ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চলে গেলেন সাহিত্যিক অমিতাভ চৌধুরী"। মানবজমিন। ৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক অমিতাভ চৌধুরী"। বাংলা ট্রিবিউন। ১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাংবাদিক সাহিত্যিক অমিতাভ চৌধুরী আর নেই"। কালের কণ্ঠ। ৩ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯।