অমালেক
আমালেক (/ˈæməlɛk/;[১] প্রাচীন হিব্রু: עֲמָלֵק, প্রতিবর্ণীকৃত: ʿĂmālēq, আরবি: عماليق, প্রতিবর্ণীকৃত: ʿAmālīq) হলো বাইবেলে বর্ণিত ইস্রায়েলীয়দের শত্রু জাতি। "আমালেক" নামটি ইষৌর নাতি আমালেকের বংশধরদের বোঝাতে পারে, অথবা কনানের অঞ্চলে বসবাসকারী যে কাউকে বোঝাতে পারে।[২][৩][৪] ইসলামিক ঐতিহ্য অনুসারে আমালেক হলো প্রাক-ইসলামিক মক্কা ও মদীনার একটি আরব গোত্র, কিংবা নূহের পুত্র হামের উত্তর আফ্রিকার বংশধর।[৫]
ব্যুৎপত্তি
সম্পাদনাইহুদি পণ্ডিতদের কিছু ব্যাখ্যায়, অমালেক নামটিকে "আম লক" হিসেবে ব্যাখ্যা করা হয়, যার অর্থ "রক্ত চাটার লোক"। তবে, বেশিরভাগ পণ্ডিত মনে করেন নামের উৎপত্তি অজানা।[৬]
- ↑ "Amalek". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ Genesis 36:12; 1 Chronicles 1:36
- ↑ Numbers 13:29
- ↑ Mattingly 2000, পৃ. 48।
- ↑ Knight 1833, পৃ. 411।
- ↑ M. Weippert, Semitische Nomaden des zweiten Jahrtausends. Biblica vol. 55, 1974, 265-280, 427-433