অভি সিংহ যাদব
ভারতীয় রাজনীতিবিদ
অভি সিংহ যাদব হরিয়ানা বিধানসভা থেকে বিজেপি একজন সদস্য। তিনি হরিয়ানা নাঙ্গাল চৌধুরী বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। [১] ২০২১ সালের মার্চ মাসে হরিয়ানা বিধানসভা অধিবেশনে, অভি সিংহ যাদব ও বরুণ চৌধুরীকে সেরা বিধায়কের পুরস্কার প্রদান করা হয়। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Haryana Vidhan Sabha MLA"। haryanaassembly.gov.in। ৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১।
- ↑ Service, Tribune News। "Best MLA Award for Abhe Singh Yadav, Varun Chaudhary"। Tribuneindia News Service (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৯।