অভিষেক ঝুনঝুনওয়ালা

ভারতীয় ক্রিকেটার

অভিষেক অরুণকুমার ঝুনঝুনওয়ালা (হিন্দি: अभिषेक झुनझुनवाला; জন্ম ১ ডিসেম্বর ১৯৮২) একজন ভারতীয় প্রথম-শ্রেণীর ক্রিকেটার[] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি ইন্ডিয়ান ক্রিকেট লিগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় রয়্যাল বেঙ্গল টাইগার্স এবং ভারতীয় বিশ্ব দলের হয়ে খেলেছিলেন। রয়্যালসের হয়ে তার দ্বিতীয় ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেন।

অভিষেক ঝুনঝুনওয়ালা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অভিষেক অরুণকুমার ঝুনঝুনওয়ালা
জন্ম (1982-12-01) ১ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪২)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ-ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০রাজস্থান রয়্যালস
২০১১পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১২ডেকান চার্জার্স
২০১৩সানরাইজার্স হায়দ্রাবাদ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ১৯ ২৪ ৩০
রানের সংখ্যা ১,০১১ ৫২৯ ৩৫৮
ব্যাটিং গড় ৩৬.১০ ২৯.৩৮ ১৬.২৭
১০০/৫০ ৩/৪ ০/৪ ০/১
সর্বোচ্চ রান ১৩৯ ৮৪ ৫৩*
বল করেছে ৩৩০ ৩০০ ৭৯
উইকেট
বোলিং গড় ৫৯.০০ ৮৯.৬৬ ১২৯.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৮০ ২/৫৮ ১/৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১৩/- ৩/– ১৫/–
উৎস: Cricinfo, ২৮ জুন ২০১১

আইপিএলের ৪র্থ মৌসুমে তিনি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন। আইপিএলের ৫ম মরসুমে তিনি ডেকান চার্জার্সে চলে যান।

অভি এখন টেডিংটন সিসি-তে খেলছেন এবং রিচমন্ড সিসি থেকে টেডিংটনের ক্রিকেট ডিরেক্টর হয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Abhishek Jhunjhunwala"। cricinfo.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৪