অভাগীর স্বর্গ
অভাগীর স্বর্গ গল্পটি অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত [১] সাহিত্যসমগ্র গ্রন্থের প্রথম খন্ড থেকে সংকলন করা হয়েছে। [২]
সম্পাদক | সুকুমার সেন |
---|---|
লেখক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | সাহিত্য |
পটভূমি | কলকাতা |
প্রকাশনার তারিখ | ১৯২৬ |
মিডিয়া ধরন | মুদ্রণ (হার্ডকভার) |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাগরিব-দুখী নীচু শ্রেণির ছেলে কাঙালী। তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে | চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুয্যে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধূলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নীচু শ্রেণির হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। গল্পে জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি ভেদাভেদ লক্ষণীয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Advocatetanmoy (২০২০-০৬-১১)। "অভাগীর স্বর্গ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- Avagir Sarga – Sarat Chandra"। Advocatetanmoy Law Library (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৫।
- ↑ http://www.ebookbou.edu.bd/Books/Text/OS/SSC/ssc_1651/goddo-04.pdf