অবোধ বিহারী (জন্ম:- ১৮৬৯ - মৃত্যু:- ৮ মে ১৯১৫) অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামের একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন তিনি। তার জন্ম হয়েছিল ১৮৬৯ সালে দিল্লিতে। তিনি মহান বিপ্লবী নেতা রাসবিহারী বসুর একজন সহযোগী ছিলেন। রাসবিহারী বসুর বিপ্লবী কর্মকাণ্ডের কারণে ব্রিটিশ শাসকদের  একসময় ঘুম কেড়ে নিয়েছিল বিপ্লবীরা। অবোধ বিহারী ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরেছিলেন এবং লরেন্স গার্ডস বোমা কেলেঙ্কারীতেও মুখ্য ভূমিকা পালন করেছিলেন।[][]

অবোধ বিহারী
জন্ম১৮৬৯
দিল্লি, ভারত, (বর্তমান ভারত ভারত)
মৃত্যু৮ মে ১৯১৫
ভারত, (বর্তমান ভারত ভারত)
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন

সংক্ষিপ্ত পরিচয়

সম্পাদনা

জীবিকা নির্বাহের কাজ শেখানোর সময় পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অবোধ বিহারী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

অবোধ বিহারী এছাড়াও ভাইসরয়ের মিছিলে বোমা নিক্ষেপ করার পরিকল্পনায় জড়িত ছিলেন। দিল্লির চাঁদনী চকে ১৯১২ সালের ২৩ শে ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ হাতির পিঠে বসে আসেন এবং সেখানেই তার ওপর বোমা নিক্ষেপ করেন বসন্ত বিশ্বাস। তারপর রাসবিহারী বোস এই ঘটনার পরে দেরাদুনে এবং পরে জাপানে চলে যান।

১৯১৪ সালের ফেব্রুয়ারিতে, অবোধ বিহারীকে গ্রেপ্তার করা হয় এবং দিল্লি ষড়যন্ত্র মামলায় মামলা করা হয়।

ভাইসরয়ের ভাইসরয়কে হত্যার চেষ্টা করার অভিযোগ এনে অভিযুক্ত মাস্টার আমীর চাঁদ, ভাই বালমুকুন্দ ও বসন্ত কুমার বিশ্বাসের সঙ্গে অবোধ বিহারীকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। অবোধ বিহারিকে ১৯১৫ সালের ৮ ই মে কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল। 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. রায়, প্রকাশ। "বিস্মৃত বিপ্লবী"। বিপ্লবীদের জীবনী 
  2. রায়, প্রকাশ (২০২১)। ক্ষমা নেই দেশদ্রোহী প্রথম খণ্ডচেন্নাইআইএসবিএন=‎978-1-68494-815-4: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু