অবনীনাথ রায়
অবনীনাথ রায় (১৮৯৫ - ১৩ ফেব্রুয়ারি, ১৯৬৩) একজন কল্লোল যুগের বাঙালি সাহিত্যিক। তিনি কল্লোল পত্রিকার লেখক গোষ্ঠীর অন্যতম।
জীবনী
সম্পাদনাঅবনীনাথ শান্তিনিকেতনে লেখাপড়া করেন। তারপর মীরাটে মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন।[১] প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন অবনীনাথ। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে ভোরের আলো, অপরূপ, তনুতীর্থ, মদনভস্মের পর, মিলন স্বপ্ন, প্রবাসী বাঙালী, বঙ্গ প্রতিভা, অতীশ দি গ্রেট, পাঁচমিশেলী, অপৌরুষেয়, অনুচ্চারিত ইত্যাদি।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Mukhopadhyay, Bhabani (১৯৮১)। Aneka dūre, aneka āge। Ema.Si. Sarakāra।
- ↑ ২ খন্ড (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৫।