অবনীত কৌর

ভারতীয় অভিনেত্রী

অবনীত কৌর হলেন ভারতীয় টেলিভিশন ও সিনেমা অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। কৌর অক্টোবর ২০০১ সালে পাঞ্জাবের জলন্ধরে জন্ম গ্রহণ করেন। ডান্স ইন্ডিয়া ডান্স এর প্রতিযোগী হিসেবে কৌর তার জীবন শুরু করে। সে আরো একটি নাচের অনুষ্ঠানে অংশ নেয় যার নাম "ডান্স কে সুপারস্টার"। কৌর অভিনয়ে অভিষেক করে "মেরি মা" ধারাবাহিকে ঝিলমিল হিসেবে অভিনয়ের মাধ্যমে। তারপর সে একটি কৌতুক ধারাবাহিক "তেরে হে মেরে হে" এর অংশ ছিল। জুন ২০১২ তে, সে "ঝালাক দিখলা জা" এর পঞ্চম আসরে অংশ নেয়। কৌর তার সিনেমা জীবন শুরু করে ২০১৪ সালে "মারদানি" সিনেমায় মীরা চরিত্রে অভিনয় করে। তারপর সে "হামারি সিস্টার দিদি" তে খুশির ভূমিকা পালন করে।

অবনীত কৌর
অবনীত কৌর
জন্ম (2001-10-13) ১৩ অক্টোবর ২০০১ (বয়স ২৩)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
নৃত্যশিল্পী
কর্মজীবন২০১০ - বর্তমান
পরিচিতির কারণডান্স ইন্ডিয়া ডান্স
চন্দ্রনন্দিনী
আলাদিন - নাম তো সুনা হোগা

২০১৭ সালে সে চন্দ্রনন্দিনী তে রাজকুমারী চারুমতির ভূমিকা পালন করে।বর্তমানে অবনীত সাব টিভির আলাদিন নাম তো সুনা হোগা তে রাজকুমারী জেসমিনের চরিত্রে অভিনয় করছে।[]

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

অবনীত কৌর ১৩ই অক্টোবর ২০০১ সালে ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে জন্মগ্রহণ করেন।[]

শিক্ষা

সম্পাদনা

সে জলন্ধরের ডিএভি পাবলিক স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পাস করে। বর্তমানে মুম্বাইতে অক্সফোর্ড পাবলিক স্কুল এ একাদশ শ্রেণীতে পড়ছে।

কর্মজীবন 

সম্পাদনা

কৌর তার কেরিয়ার শুরু করেছিলেন জি টিভির ডান্স শো ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার্স দিয়ে।[][] সেমিফাইনালের আগেই তিনি বাদ পড়েন।[] তারপরে তিনি ডান্স কে সুপারস্টার এ অংশ নিয়েছিলেন, যেখানে তিনি "ডান্স চ্যালেঞ্জার্স" দলে যোগ দিয়েছিলেন।[] ২০১২ সালে লাইফ ওকের ম্যারি মা এর মাধ্যমে কৌর তার অভিনয়ের সূচনা করেছিলেন।[] যেখানে তিনি ঝিলমিলের ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপরে তাকে সাব টিভির ট্যারা হ্যায় পার তেরে মেরে হ্যায় তে দেখা গেছে।[] তারপরে তিনি কালার্স টিভির সেলিব্রিটি ডান্স আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝালক দিখলা জাতে অংশ নিয়েছিলেন।[] যেখানে তিনি দর্শিল সাফারির প্রতিযোগী ছিলেন। আগস্টে তিনি বাদ পড়েন।[][][] পরে কৌর লাইফ ওকের সাবিত্রীতে রাজকুমারী দময়ন্তির চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৩ সালের আগস্টে কৌর জি টিভির এক মুঠঠি আসমানে পাখির চরিত্রে অভিনয় করেছিলেন।[১০][১১] তিনি জিকিউ-র নিউজ বুলেটিন দ্য সাপ্তাহিক র‍্যাপ উপস্থিত হয়েছিলেন। কৌর ক্লিনিক প্লাস, ম্যাগি এবং লাইফবয় হ্যান্ডওয়াশ সহ বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১৪ সালে প্রদীপ সরকারের মারদানির মাধ্যমে বড়পর্দায় কাজ করেছিলেন কৌর।

২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি সনি পালের হামারি বেহেন দিদিতে খুশির ভূমিকায় অভিনয় করেছিলেন।[১২][১৩] ২০১৭ সালে কৌর চন্দ্র নন্দিনী তে চারুমতি চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি সাব টিভির আলাদিন - নাম তোহ সুনা হোগা তে রাজকুমারী জেসমিনের ভূমিকায় অভিনয় করছেন।

টেলিভিশন

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা চ্যানেল বর্ণনা উদ্ধৃতি
২০১০ ডান্স ইন্ডিয়া ডান্স নিজে জি টিভি প্রতিযোগী
২০১১ ডান্স কে সুপারস্টার
২০১২ ঝালাক দিখলা জা কালারস [১৪]
২০১৩ সাভিত্রি রাজকুমারী লাইফ ওকে শিশু শিল্পী
২০১৩ - ২০১৪ এক মুঠি আসমান পাখি জি টিভি
২০১৪ - ২০১৫ হামারি সিস্টার দিদি খুশি সনি পাল
২০১৬ - ২০১৭ চন্দ্রনন্দিনী চারুমতি স্টার প্লাস
২০১৮ - ২০২১ আলাদিন - নাম তো সুনা হোগা জেসমিন সাব টিভি প্রধান ভূমিকা [১৫]

চলচ্চিত্র

সম্পাদনা
বছর সিনেমা ভূমিকা বর্ণনা
২০১৪ মারদানি মীরা অভিষেক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Siddharth Nigam and Avneet Kaur's show Aladdin: Naam Toh Suna Hoga completes 200 episodes; see celebration pictures - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬ 
  2. "Avneet Kaur" 
  3. "Avneet Kaur in Life OK's Savitri"The Times of India। ২৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  4. "Darsheel to pair up with Avneet Kaur on Jhalak"The Times of India। ৫ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  5. "Small-size wonders"Hindustantimes। ১৪ নভেম্বর ২০১৩। ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  6. "Kid from Jalandhar to make Bollywood debut"Hindustantimes। ৭ আগস্ট ২০১৪। ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  7. "Avneet Kaur in Tedhe Hain Par Tere Mere Hain"The Times of India। ১৭ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  8. "The Tribune, Chandigarh, India - JALANDHAR PLUS"Tribuneindia। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  9. Bollywood Hungama। "Darsheel- Avneet's Hip-Hop Performance"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  10. "The little telly star"Hindustantimes। ২৫ আগস্ট ২০১৩। ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  11. "Avneet Kaur & Jasmine Avasia in Ek Mutthi Aasman"The Times of India। ২০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  12. "Double trouble in Hamari Sister Didi"The Times of India। ২৬ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  13. "How Avneet Kaur Kohli balances studies and acting"The Times of India। ৩০ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  14. "Darsheel Safary and Avneet Kaur get eliminated from Jhalak"Tellychakkar। ১ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫ 
  15. "Siddharth Nigam and Avneet Kaur in SAB TV's fantasy drama Aladdin"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-১২। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা